Bangladesh Protest: ভারতে নামলেন শেখ হাসিনা, ঢাকায় বিমান চালানো আপাতত বন্ধ করল এয়ার ইন্ডিয়া
পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে, পরিস্থিতি বিবেচনা করে ফের ঢাকার বিমান চালানো হবে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়ার তরফে।
দিল্লি, ৫ অগাস্ট: বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কোথায় যাবেন শেখ হাসিনা (Sheikh Hasina), তা নিয়ে জোর চর্চা শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে আপাতত দিল্লি লাগোয়া গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে নামে হাসিনার কপ্টার। শেখ হাসিনা আপাতত কয়েকদিন নিরাপদে ভারতে থাকবেন বলে খবর। এসবের মধ্যে এবার বড় খবর প্রকাশ করল এয়ার ইন্ডিয়া। সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ঢাকার সমস্ত বিমান বাতিল করা হয়েছে।
পাশাপাশি পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে, পরিস্থিতি বিবেচনা করে ফের ঢাকার বিমান চালানো হবে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে। যাত্রীদের সুরক্ষাই প্রধান দায়িত্ব বলেও এয়ার এয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়। সেই সঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট নম্বরও শেয়ার করা হয়। কেউ কোনও অসুবিধায় পড়লে, ওই নম্বরে ফোন করার কথাও জানানো হয়।
দেখুন কী জানাল এয়ার ইন্ডিয়া...