Bangaon Lok Sabha Election Results 2024 Live: বনগাঁয় এ বার কে? জেনে নিন এই কেন্দ্রের ইতিবৃত্ত
মতুয়া ও ঠাকুরবাড়ি বনগাঁ লোকসভা কেন্দ্রের রাজনীতিতে বারবার উঠে এসেছে। বর্তমানে ঠাকুরবাড়ি দুই রাজনৈতিক গোষ্ঠীতে বিভক্ত। এখন মমতাবালা ঠাকুরের গোষ্ঠী তৃণমূলের সমর্থনে।
কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) অন্যতম কেন্দ্র হল বনগাঁ (Bangaon)। বিজেপির (BJP) গড় হিসেবেই পরিচিত এই কেন্দ্র। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই কেন্দ্র। এই কেন্দ্রগুলি হল গদা, গাইঘাটা, স্বরূপনগর, কল্যাণী ও হরিণঘাটা, বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণ। ২০২৪ এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন বিশ্বজিৎ দাস (Biswajit Das) । এই কেন্দ্রের ভোট ২০ মে।
এই কেন্দ্রটি বিজেপির ঘাঁটি হিসেবেই বরাবর পরিচিত।২০১৯ লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ৮৭ হা২ ভোটে জিতেছিলেন শান্তনু ঠাকুর। অন্যদিকে ৪০.৯২ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর। মতুয়া ও ঠাকুরবাড়ি বনগাঁ লোকসভা কেন্দ্রের রাজনীতিতে বারবার উঠে এসেছে। বর্তমানে ঠাকুরবাড়ি দুই রাজনৈতিক গোষ্ঠীতে বিভক্ত। এখন মমতাবালা ঠাকুরের গোষ্ঠী তৃণমূলের সমর্থনে। আর শান্তনু ঠাকুরের গোষ্ঠী রয়েছে বিজেপির সমর্থনে। এই কেন্দ্র তাই বরাবর শিরোনামে। এ বার এই কেন্দ্রে কোন দল ফুল ফোটায় তা দেখার আশায় গোটা রাজ্য। এই কেন্দ্রে শেষ হাসি কে হাসে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।