Ayodhya: মকর সংক্রান্তিতে অযোধ্যায় মন্দিরে পুজো কংগ্রেস প্রতিনিধি দলের
কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে না থাকাটা যাতে ভুল বার্তা না যায়, সে কারণে মকর সংক্রান্তিতে অযোধ্যায় পুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গেলেন কংগ্রেসের বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না কংগ্রেস। কারণ হাত শিবিরের অভিযোগ, রাম মন্দিরের উদ্বোধনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে কাজে লাগাচ্ছে বিজেপি। ধর্মকে কিছুতেই রাজনৈতিক প্রচারের কাজে লাগানো উচিত নয় বলে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে হাত শিবির। কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে না থাকাটা যাতে ভুল বার্তা না যায়, সে কারণে মকর সংক্রান্তিতে অযোধ্যায় পুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গেলেন কংগ্রেসের বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা। সরযূ নদীতে পুণ্যস্নান করলেন উত্তরপ্রদেশের শীর্ষ কংগ্রেস নেতারা। এরপর তীরবর্তী মন্দিরে পুজো দেন হাত শিবিরের নেতারা।
ইউপি কংগ্রেস সভাপতি অজয় রাই থেকে, কংগ্রেস বিধায়ক আরাধনা মিশ্র , কংগ্রেসের জাতীয় সম্পাদক ধীরজ গুর্জর, হরিয়ানার নেতা দীপেন্দার হুডা, মুখপাত্র সুপ্রিয়া শ্রিনাটে সহ ১০০ জনের প্রতিনিধি দল অযোধ্যায় হনুমান গারহি মন্দিরে পুজো দিলেন।
দেখুন ভিডিয়ো