Atiq Ahmed Murder: কবরে তেরঙা পতাকা দিয়ে আতিককে ভারতরত্ন দেওয়ার দাবি, পুলিশী হেফাজতে বহিষ্কৃত কংগ্রেস নেতা রাজকুমার (দেখুন ভিডিও)

ভিডিওতে আতিক আহমেদকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী রাজকুমার। তিনি প্রশ্ন তোলেন যে মুলায়ম সিং যাদব যদি পদ্মবিভূষণ পেতে পারেন, তাহলে আতিক আহমেদ কেন ভারতরত্ন পাবেন না।

Raj Kumar wrapping tricolor on grave of Atiq Photo Credit: Twitter@MohitBhatt90

মাফিয়া থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদের মৃত্যুর পর তাঁর কবরে তেরঙা পতাকা রেখে গ্রেপ্তার হলেন কংগ্রেস কাউন্সিলর প্রার্থী রাজকুমার ওরফে রাজু ভাইয়া। শুধু তেরঙা পতাকা রাখা নয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশ হেফাজতে নিহত মাফিয়া আতিক আহমেদকে অভিযুক্ত রাজু শহীদও ঘোষণা করেছেন। এমনকি আতিক আহমেদ অমর রহে বলতেও শোনা যায় তাঁকে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে  আতিকের কবরে তেরঙা পতাকা রেখে স্লোগান দিচ্ছে অভিযুক্ত রাজকুমার। এরপরেই পুলিশ বিষয়টির তদ্ন্ত শুরু করে  এবং কংগ্রেস নেতাকে হেফাজতে নেয়।

ভিডিওতে আতিক আহমেদকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী রাজকুমার। তিনি প্রশ্ন তোলেন যে মুলায়ম সিং যাদব যদি পদ্মবিভূষণ পেতে পারেন, তাহলে আতিক আহমেদ কেন ভারতরত্ন পাবেন না। কংগ্রেস রাজকুমারের বক্তব্যকে সমর্থন করেনা বলে জানিয়ে রাজকুমার ওরফে রাজু ভাইয়াকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করে।