প্রতীকী ছবি( Photo Credit-ANI)

এলাহাবাদ, ৭জুন:  ধুলো ঝড়ের প্রভাবে বড়সড় বিপর্যয়ের মুখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রয়াগরাজ। উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ধুলোর ঝড়ে এখনওপর্যন্ত ১৯জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪৮, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। হাসপাতাল সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়টি ঘটেছে শুক্রবার। ধুলোর ঝড়ের তাণ্ডব ও সঙ্গে প্রবল বজ্রপাতে একেবারেই বেসামাল গোটা উত্তরপ্রদেশ  (Uttar Pradesh) । রাজ্যের মোরাদাবাদ (Moradabad) , বদাউন (Badaun), পিলভিট (Pilibhi) , মথুরা  (Mathura) , কনৌজ (Kannauj) , সম্বল Sambhal)  এবং গাজিয়াবাদ (Ghaziabad) , কাসগঞ্জ  (Kasganj) , এটাহ  (Etah)  -কে উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করা গিয়েছে। আরও পড়ুন-বিশ্ব উষ্ণায়ন রুখতে সংস্কৃতই সব, কী বললেন ন্যাশন্যাল কমিশনের চেয়ারম্যান?

এদিকে বিপর্যয়ের খবর পেয়েই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে রীতিমতো জরুরি ভিত্তিতে একপ্রস্থ বৈঠক সেরেছেন তিনি। তারপরই ত্রাণও উদ্ধারের কাজ শুরু হয়ে গিয়েছে পুরোদমে। এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের তথ্য দপ্তরের প্রধান সচিব অবনীশ অবস্থি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  (Chief Minister Yogi Adityanath) । সকলের কাছে ঠিকভাবে ত্রাণ পৌঁছচ্ছে কিনা সে দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উপদ্রুত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে নির্দেশিকা পৌঁছেছে।

রাজ্যের ত্রাণ কমিশনের তরফে জানানো হয়েছে মইনপুরিতে মৃত্যু হয়েছে ৬ জনের। এটাহ এবং কাসগঞ্জে মারা গিয়েছেন মোট ৬ জন। এর মধ্যে একজন করে মানুষের মৃত্যু ঘটেছে যথাক্রমে মোরাদাবাদ, বদাউন, পিলভিট, মথুরা, কনৌজ, সম্বল এবং গাজিয়াবাদে। বৃহস্পতিবার বিকেল থেকে দুর্যোগ শুরু হয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। রাত যত বাড়তে থাকে দুর্যোগের তীব্রতাও বাড়তে থাকে। প্রবল বেগের ধুলোঝড়ের সঙ্গী হয় বজ্রবিদ্যুৎ। ভেঙে যায় অসংখ্য বাড়ির দেওয়াল। উপড়ে যায় অসংখ্য গাছ। পরিস্থিতির ক্রমশ অবনতি হতে শুরু করে। শোনা যাচ্ছে, শুধু মইনপুরিতেই আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। মানুষের পাশাপাশি আটটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Uttar Pradesh: গঙ্গাস্নান সেরে পুজো দেওয়ার জন্যে মন্দিরের বাইরে রয়েছে চেঞ্জিং রুম, সেখান থেকে মিলল লুকনো ক্যামেরা, উদ্ধার ৩২০টি ভিডিয়ো

Lok Sabha Elections 2024: সকাল ৯টা পর্যন্ত ভোট শতাংশের নিরিখে এগিয়ে বাংলা! পিছিয়ে ওড়িশা

Uttar Pradesh Shocker: হোটেলের ঘরে ২২ বছর বয়সী নার্সের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Uttar Pradesh: কাস্তে দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটে গর্ভস্ত সন্তানের লিঙ্গ যাচাই, স্বামীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আদালত

Weather Update: তাপপ্রবাহ উত্তর ভারত জুড়ে, ৪৭ ডিগ্রিতে পুড়ছে রাজধানী দিল্লি, জারি লাল সতর্কতা

UP Vote Viral Video: ইউপির বুথে ইভিএমে বারবার আটবার বিজেপির বোতাম টিপে ভোট, যোগী রাজ্যে ছাপ্পার ভিডিয়ো ভাইরাল

Kanpur Nurse Murder: নার্সকে খুন করে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার যোগী রাজ্যের পুলিশ কর্তা

Uttar Pradesh: হামিরপুরে নির্বাচনী প্রচারের আগে ব্রহ্মানন্দ স্বামীকে পুষ্পস্তবক অর্পণ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সভাতেও  উঠল তাঁর কথা