Moirabari Town Kabristan Committee: দৃষ্টান্তমূলক! মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের কবরের জন্য জায়গা দেবে না মইরাবাড়ি কবরস্থান কমিটি

সমাজ থেকে মাদক দূর করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে সরকার ও নানা স্বেচ্ছাসেবী সংস্থা। ধরপাকড়ের পর জেল থেকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো, সবরকম পন্থাই নেওয়া হয় সমাজকে এই বিষবৃক্ষ থেকে বাঁচানোর জন্য।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

মরিগাঁও: সমাজ (society) থেকে মাদক (drugs) দূর করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে সরকার (Government) ও নানা স্বেচ্ছাসেবী সংস্থা (NGO)। ধরপাকড়ের পর জেল থেকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো, সবরকম পন্থাই নেওয়া হয় সমাজকে এই বিষবৃক্ষ থেকে বাঁচানোর জন্য। কিন্তু, তারপরও নদীর জলের মতো বয়ে চলে এই ব্যবসা। নেশাড়ু ও ব্যবসায়ী বদলালেও বদলায় না নেশার জিনিসের বেচাকেনা।

তবে এবার স্বল্প পরিসরের মধ্যে হলেও সমাজ থেকে মাদক দূর করার অভিনব ও দৃষ্টান্তমূলক একটি পদক্ষেপ নিল অসমের (Assam) মরিগাঁও জেলার (Morigaon) মইরাবাড়ি শহর কবরস্থান কমিটি (Moirabari town Kabristhan committee)। নতুন কমিটি তৈরি হওয়ার পর প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিল, এলাকার মুসলিম ধর্মাবলম্বী কোনও মানুষ যদি মাদক পাচার বা মাদকের ব্যবসায় (smuggling of drugs) যুক্ত থাকে (involved) অথবা মাদকাসক্ত (drug addict) হয় তাহলে তার মৃত্যুর পর ওই কবরস্থানে তাকে কবরস্থ (banned the cremation) করা যাবে না।

এপ্রসঙ্গে মইরাবাড়ি শহর কবরস্থান কমিটির সভাপতি মেহবুব আখতার বলেন, "মইরাবাড়ি শহর কবরস্থান কমিটি নতুন করে তৈরি করা হয়েছে। আর তা তৈরির পরে হওয়া প্রথম বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত (important decision) নেওয়া হয়েছে যে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কোনও মানুষ বা কোনও মাদকাসক্তকে মৃত্যুর পর কবরস্থানে কবরস্থ করার জন্য জায়গা দেওয়া হবে না। কিছুদিন ধরেই এই এলাকায় প্রচুর মানুষ মাদকের কারণে মারা গেছেন। তাই সমাজে সচেতনতা গড়ে তোলার (spread awareness) জন্য এই পদ্ধতি নেওয়া হয়েছে। কারণ এর আগে ভালোভাবে সরকার বা অন্যান্যরা মাদকাসক্ত ও তাদের পরিবারকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করলেও খুব বেশি সফলতা আসেনি। তাই বাধ্য হয়েই এলাকার মানুষকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" আরও পড়ুন: Congress Leader Joins BJP: রাজস্থানে ভোটের মুখে খুলল দলবদলের বাজার! কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ মাহারিয়ার বিজেপিতে যোগ

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now