Assam Rifles: অসম রাইফেলসের বড় সাফল্য, অরুণাচল প্রদেশ থেকে ধৃত দুই NSCN-K (YA) জঙ্গি

গত ২৬ জানুয়ারি চ্যাংলাঙ্গ জেলার পুলিশ, অসম রাইফেলস ও সিআরপিএফের কাছে আত্মসমপর্ণ করে এক এনএসসিএন-কে (ওয়াইএ) জঙ্গি কামতিম রেকুঙ্গ।

Photo Credits: ANI

চাংল্যাঙ্গ: অসম রাইফেলস (Assam Rifles) ও অরুণাচল প্রদেশ পুলিশের (Arunachal Pradesh police) যৌথ অভিযানের ফলে অরুণাচল প্রদেশের চ্যাংল্যাঙ্গ (Changlang) জেলা থেকে গ্রেফতার হল ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (ওয়াইএ) (National Socialist Council of Nagaland)-এর দুই জঙ্গি। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র (arms) ও কার্তুজ (ammunition) বাজেয়াপ্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, চ্যাংল্যাঙ্গ জেলার রিমা পুটাক সার্কেলের (Rima Putak circle) ওল্ড লংচোং (old Longchong) এলাকার জঙ্গল থেকে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা একটি ৭.৬২ এমএম চায়না মেড রাইফেলস, দুটি একে ম্যাগাজিন, একে-৪৭ রাইফেলের ৪৯০ রাউন্ড গুলি, একটি পিস্তল-সহ ম্যাগাজিন, পিস্তলের দুই রাউন্ড গুলি, ১০-১২ মিটার সেফটি ফিউজ, একটি রেডিও সেট, দুটি মোবাইল ফোন ও দুটি ব্যাটারি বাজেয়াপ্ত করা হয়েছে।

এপ্রসঙ্গে চ্যাংল্যাঙ্গ জেলার পুলিশ সুপার মিহিন গাম্বো জানান, গোপন সূত্রে খবর পেয়ে ১৯ তম অসম রাইফেলস ও অরুণাচল প্রদেশের পুলিশের একটি যৌথ দল ২৮ তারিখ রাতে নামপোঙ্গ সার্কেলের খামকাই ও নামগোই এলাকায় এনএসসিএন (ওয়াইএ) জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। এর জেরেই ধরা পড়ে দুই জঙ্গি। ধৃতদের নাম নয়ন কুমার চাকমা ও গ্যাংওয়াং ওয়াংলি।

নয়ন কুমার চাকমাকে জেরা করে ওল্ড লংচোংয়ের রিমা পুটাক সার্কেলের জঙ্গল এলাকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গুলি উদ্ধার করে অসম রাইফেলস ও অরুণাচল প্রদেশ পুলিশের যৌথ দল।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি চ্যাংলাঙ্গ জেলার পুলিশ, অসম রাইফেলস ও সিআরপিএফের কাছে আত্মসমপর্ণ করে এক এনএসসিএন-কে (ওয়াইএ) জঙ্গি কামতিম রেকুঙ্গ।