Assam-Mizoram Border Violence: 'অসম-মিজোরাম সীমান্ত সংঘাত রাজনৈতিক নয়, কংগ্রেসের আমল থেকে চলছে'

অসমের মুখ্যমন্ত্রী বলেন, সোমবার যখন দুই রাজ্যের সীমান্ত সংঘাত চরমে ওঠে, সেই সময় মিজোরামের মুখ্যমন্ত্রীকে তিনি ৬বার ফোন করেন৷ মিজোরামের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাঁকে আইজলে আমন্ত্রণ জানান আলোচনার জন্য৷

হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৭ জুলাই: অসম-মিজোরাম সীমান্ত সংঘাত (Assam-Mizoram Border Violence) নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন হিমন্ত বিশ্ব শর্মা৷ মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির হয়ে হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেন, এটা কোনও রাজনৈতিক বিষয় নয়৷ দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিনের বিবাদ এই সীমান্ত নিয়ে৷ দুই রাজ্যে যখন কংগ্রেস সরকার ছিল, সেই সময় থেকেই এই দুই রাজ্যের সীমান্ত সংঘাত অব্যাহত৷ উত্তেজনা দুই রাজ্যের সীমান্ত সংঘাত নিয়ে৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেন হিমন্ত বিশ্ব শর্মা৷

অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, সোমবার যখন দুই রাজ্যের সীমান্ত সংঘাত চরমে ওঠে, সেই সময় মিজোরামের (Mizoram) মুখ্যমন্ত্রীকে তিনি ৬বার ফোন করেন৷ মিজোরামের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাঁকে আইজলে আমন্ত্রণ জানান আলোচনার জন্য৷ অসম থেকে এক ইঞ্চি জমি কেউ ছিনিয়ে নিতে পারবে না৷ সীমান্তে অসম পুলিশে মোতায়েন রয়েছে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা৷

আরও পড়ুন: Assam-Mizoram Border Violence: 'ব্যর্থ' শাহ, 'গণতন্ত্রের মৃত্যু', অসম-মিজোরাম সংঘাত নিয়ে আক্রমণ রাহুল, অভিষেকের

সোমবার অসম-মিজোরাম সীমান্তে যা হয়েছে, তার তদন্ত করবে অসম পুলিশ (Assam Police) ৷ স্থানীয়রা কোথা থেকে অস্ত্র পেলেন, তা তদন্ত করে দেখা হবে৷ সোমবারের ঘটনায় অসম পুলিশের ৫ জওয়ান প্রাণ হারান বলে ফের মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা৷