Ayodha Ram Mandir: সোমবার অসমে ড্রাই ডে, মাছ-মাংস বিক্রিতেও নিষেধাজ্ঞা, রেস্তোঁরায় 'নন ভেজে' না
উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মত এবার সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন অসমেও ড্রাই ডে ঘোষণা করা হল।
উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মত এবার সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন অসমেও ড্রাই ডে ঘোষণা করা হল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, আগামিকাল,সোমবার রাজ্যের কোথাও মদের দোকান খোলা যাবে না। সেই সঙ্গে তিনি জানান, দুপুর ২টো পর্যন্ত, মানে যতক্ষণ অযোধ্যায় রাম মন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে ততক্ষণ অসমের কোনও রেস্তোরাঁয় আমিষ খাবার দেওয়া যাবে না।
পাশাপাশি সোমবার বিকেল ৪টে পর্যন্ত অসমের সব মাছ-মাংসের দোকান বন্ধ রাখতে হবে। তবে বিকেল ৪টে-র পর মাছ-মাংসের দোকান খোলা যাবে। সোমবার অসমে অর্ধদিবস ছুটি রাখার কথা ঘোষণা করা হয়েছে।
দেখুন ভিডিয়ো
ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসমে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী বলে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যা নিয়ে কটাক্ষ করে হিমন্ত বললেন, "আগে রাহুল গান্ধী আমায় ভয় পেতেন, এখন দেখছি আমার ছেলেদেরও ভয় পেতে শুরু করেছে।"