Andhra Pradesh Assembly Election 2024: জগনের দলকে পেছনে ফেলে অন্ধ্রে সরকার গড়া নিশ্চিত করতে চলেছেন চন্দ্রবাবু নায়ডু

Photo Credits: FB

একদিকে যখন লোকসভা নির্বাচনে কার্যত চাপে পড়তে চলেছে গেরুয়া শিবির, তখন অন্যদিক অন্ধ্র প্রদেশে বিধানসভা নির্বাচনে কার্যত পালাবদল নিশ্চিত করে ফেলেছে তেলুগু দেশম পার্টি (Telugu Desam Party)। লোকসভা ভোটের সঙ্গেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন চলেছিল। এখনও পর্যন্ত গণনার ফল বলে দিচ্ছে ১২৭টি আসনে এগিয়ে রয়েছে এন চন্দ্রবাবু নায়ডুর দল। অন্যদিকে কার্যত ২১টি আসনে নেমে গিয়েছে ওয়াইএসআরসিপি. অর্থাৎ জগন মোহন রেড্ডির দল। সব মিলিয়ে একটা বিষয় পরিস্কার যে এবারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছে টিডিপি সুপ্রিমো।

অন্যদিকে উল্লেখযোগ্যভাবে জেএসপি অর্থাৎ অভিনেতা পবন কল্যানের দল ২০টি সিটে এগিয়ে রয়েছে। এই দল গত বিধানসভা নির্বাচনে একটি আসন জয় করেছিল। সেই দল এবারে তাৎপর্যপূর্ণভাবে চমকপ্রদ ফল করেছে। এবং বিজেপি ২০১৯-এর নির্বাচনে যেখানে একটি আসনেও জয় পায়নি, সেখানে ২৪-এ দক্ষিণের এই রাজ্যে আপাতত ৭টি আসনে লিড ধরে রেখেছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে ওয়াইএসআরসিপির পক্ষের একটা বড় অংশের ভোট এই দুই দলের দিকে ঘুরে গিয়েছে।

তবে অন্ধ্রের ফলাফল ধীরে ধীরে টিডিপির দিকে ঝুকতেই চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্ব। এই রাজ্যে লোকসভা নির্বাচনেও টিডিপি যে বড় ফ্যাক্টর হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই চন্দ্রবাবুকে হাতে রাখতে চাইছে রাহুল গান্ধীর দল। এখনও পর্যন্ত এনডিএ ২৯৭টি আসন নিজেদের দখলে রেখেছে, অন্যদিকে ২২৬টি আসনে লিডে পৌঁছে গিয়েছে ইন্ডিয়া জোট। এবং ২০টি আসনে এগিয়ে অনান্যরা।