Jammu And Kashmir: ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর, পুঞ্চে এনকাউন্টারে শহিদ ৫ সেনা জওয়ান
পুঞ্চের দেরা কি গলি নিকটবর্তী গ্রামে জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। এমন খবর প্রকাশ্যে আসতেই ওই এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু করে সেনা বাহিনী। সেনা অভিযানের খবর পেতেই পালটা গুলি চালানো শুরু করে জঙ্গিদের ওই দলটি। এক নাগাড়ে গোলাগুলির জেরে আহত হন জুনিয়র কমিশনড অফিসার সহ আরও ৪ জওয়ান।
দিল্লি, ১১ অক্টোবর: জঙ্গি (Terrorist) বিরোধী অভিযানে শহিদ ৫ সেনা জওয়ান। যার মধ্যে রয়েছেন এক সেনা আধিকারিক। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ওই ঘটনার জেরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে।
রিপোর্টে প্রকাশ, পুঞ্চের (Poonch) দেরা কি গলি নিকটবর্তী গ্রামে জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। এমন খবর প্রকাশ্যে আসতেই ওই এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু করে সেনা বাহিনী (Indian Army)। সেনা অভিযানের খবর পেতেই পালটা গুলি চালানো শুরু করে জঙ্গিদের ওই দলটি। এক নাগাড়ে গোলাগুলির জেরে আহত হন জুনিয়র কমিশনড অফিসার সহ আরও ৪ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও গোলাগুলি চলছে পুঞ্চের ওই এলাকায়। এমনই জানানো হয় সেনা বাহিনীর তরফে।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: বার বার খারিজ জামিন, শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে কী বললেন আইনজীবী
ভারত (India)-পাকিস্তান (Pakistan) সীমান্তে এখনও জঙ্গিদের বেশ কয়েকটি দল লুকিয়ে রয়েছে। সেই কারণে ওই এলাকায় সেনা বাহিনীর তল্লাশি এখনও অব্যাহত বলে খবর।
এদিকে সোমবার ভোরে অনন্তনাগ এবং বন্দিপোরায় (Bandipora) সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হলে, ২ জঙ্গিকে নিকেশ করে বাহিনী।