Army Chief Gen MM Naravane: করোনা বিপর্যয়ের মধ্যে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা করিয়ে উদ্দেশ্যপূরণে ব্যস্ত পাকিস্তান, বললনে সেনাপ্রধান এমএম নারাভানে

এখনও জম্মুও কাশ্মীরে অদূরদর্শী ও সীমিত লক্ষ্যমাত্রা নিয়ে জঙ্গি হামলা ঘটিয়ে চলেছে পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্র যদি এভাবে সন্ত্রাসবাদকে ইন্ধন দিয়ে যেতে থাকে তবে তার সঠিক জবাব দেবে ভারত। পাকিস্তান যে বার বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে চলেছে এর প্রতিক্রিয়া তাদের বোগ করতেই হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথাই বললেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Gen MM Naravane)। হান্দওয়াড়া এনকাউন্টার প্রসঙ্গে নারাভানে বলেন, জঙ্গিদের হাত থেকে সাধারণ বাসিন্দাদের বাঁচাতে গিয়ে ইতিমধ্যেই উত্তর কাশ্মীরের হান্দওয়াড়ার সীমান্ত লাগোয়া এক গ্রামে ৫ সেনা জওয়ান শহিদ হয়েছেন। বিশেষ করে উদ্ধারকারী দলের নেতৃত্ব থাকা কর্ণেল আশুতোষ শর্মা। এই পাঁচ শহিদের জন্য ভারত গর্বিত।

সেনা প্রধান এমএম নারাভানে (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৪ মে: এখনও জম্মুও কাশ্মীরে অদূরদর্শী ও সীমিত লক্ষ্যমাত্রা নিয়ে জঙ্গি হামলা ঘটিয়ে চলেছে পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্র যদি এভাবে সন্ত্রাসবাদকে ইন্ধন দিয়ে যেতে থাকে তবে তার সঠিক জবাব দেবে ভারত। পাকিস্তান যে বার বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে চলেছে এর প্রতিক্রিয়া তাদের বোগ করতেই হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথাই বললেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Gen MM Naravane)। হান্দওয়াড়া এনকাউন্টার প্রসঙ্গে নারাভানে বলেন, জঙ্গিদের হাত থেকে সাধারণ বাসিন্দাদের বাঁচাতে গিয়ে ইতিমধ্যেই উত্তর কাশ্মীরের হান্দওয়াড়ার সীমান্ত লাগোয়া এক গ্রামে ৫ সেনা জওয়ান শহিদ হয়েছেন। বিশেষ করে উদ্ধারকারী দলের নেতৃত্ব থাকা কর্ণেল আশুতোষ শর্মা। এই পাঁচ শহিদের জন্য ভারত গর্বিত।

তিনি আরও বলেন, “এই যে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান কাশ্মীরে জঙ্গি লেলিয়ে দিচ্ছে, এর জবাব দেবে ভারতীয় সেনা। এবং ওই এলাকায় যেকোনও মূল্যে শান্তি ফেরানো হবে। আর অশান্তির দায়বার বহন করবে পাকিস্তান। সাম্প্রতিক কালে নিয়ন্ত্রণরেখা বরাবর যে হামলা পাকিস্তান চালালো তাতে বেস বোঝা যাচ্ছে যে তারা মহামারী করোনার মোকাবিলায় খুব একটা আগ্রহী নয়। বরং অদূরদর্শী ও সীমিত লক্ষ্যমাত্রা নিয়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় অনেক বেশি উৎসাহী। সেনাকে অগ্রাধিকার দিতে গিয়ে এই বিপর্যয়ের সময় দেশের মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে না পাকিস্তান সরকার।” আরও পড়ুন- Lockdown Marriage: ২ রাজ্যের সীমানায় মালাবদল রেড জোনে বর আর গ্রিন জোনের কনের, পাহারায় থাকল পুলিশ

এদিকে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) হান্দওয়াড়ায় (Handwara Encounter) গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৫ জন সেনাজওয়ান (Security Personnel)। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "হান্দওয়াড়ায় শহিদ হওয়া আমাদের সাহসী সেনা ও সুরক্ষা কর্মীদের শ্রদ্ধা। তাঁদের বীরত্ব ও ত্যাগ কখনও ভোলা যাবে না। তাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন এবং আমাদের নাগরিকদের রক্ষায় অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা।"