Taj Mahal: তাজমহলের ভেতরে গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তোলার জের, বিতর্কে ASI আধিকারিক
তাজমহলের ভেতরে থাকা একটি লাল বেলে পাথরের প্ল্যাটর্ফমে যোগব্যায়াম করেছিলেন একদল মহিলা। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষমা চাইতে বাধ্য হন তাঁরা।
আগ্রা: তাজমহলের (Taj Mahal) ভেতরে থাকা একটি লাল বেলে পাথরের (red sandstone) প্ল্যাটর্ফমে যোগব্যায়াম করেছিলেন একদল মহিলা। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষমা চাইতে বাধ্য হন তাঁরা। এবার জানা গেল বিতর্ক তৈরি হয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের এক আধিকারিকের তাজমহলকে ব্যাকগ্রাউন্ডকে রেখে মেহতাব বাগ (Mehtab Bagh) ও কেন্দ্রীয় সরকারের দ্বারা সুরক্ষিত স্মৃতিস্তম্ভের (centrally protected monument) কাছে নিজের গাড়ি (car) দাঁড় করিয়ে তার পাশে দাঁড়িয়ে ছবি তোলায়। ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তুমুল শোরগোল তৈরি হয়েছে। আরও পড়ুন: Delhi : জাতীয় সড়কের কাছে মৃত অবস্থায় চিতাবাঘ, খবর দেওয়া হল বনদফতরে
ছবিগুলি খতিয়ে দেখার পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (আগ্রা সার্কেল)-এর সুপারিনটেনডিং প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার প্যাটেল (Superintending Archaeologist Raj Kumar Patel) এভাবে নিয়ম ভাঙার বিষয়ে তাজমহলের উদ্যানপালন সহকারী জয়সাল সিংয়ের (horticulture assistant Jaisal Singh) কাছে ব্যাখ্যা চেয়েছেন। পাশাপাশি পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরা অনলাইনে প্রচারিত হওয়া ছবিটি ৬ মাসের পুরনো বলে জানিয়েছেন।
এবছর আন্তর্জাতিক যোগ দিবসের (International Day of Yoga) আগে গত ২ জুন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি মেহতাব বাগে একটি যোগা সেশনে অংশ নিয়েছিলেন। সূত্রের খবর, ওই অনুষ্ঠানের জন্য নিজের গাড়িতে করে কিছু জিনিস নিয়ে এসেছিলেন ওই এএসআই আধিকারিক। সেই সময়ই তাজমহলকে ব্যাকগ্রাউন্ড রেখে নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। যদিও নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তিগত গাড়ি সাধারণত মেহতাববাগ পুলিশ ফাঁড়ির বাইরে যেতে দেওয়া হয় না। যানবাহন পার্কিংয়ের জন্য সেখান একটি নির্দিষ্ট জায়গাও রয়েছে। আরও পড়ুন: Delhi : সংসদভবনে হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য নেতৃবৃন্দ