Arambag Lok Sabha Election Results 2024 Live:ভোট আবহে জেনে নিন আরামবাগ কেন্দ্রের হালহকিকত

শুরুর দিকে এই লোকসভায় বেশ দাপট ছিল ফরওয়ার্ড ব্লকের। অনিল বসুর মতো বাম নেতারা এই এই কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল সিপিএমের হাতে।

কলকাতাঃ আরামবাগ (Arambag) একসময় বামেদের গড় হিসেবেই পরিচিত ছিল। সাতটি বিধানসভা (Bidhan Sabha)কেন্দ্র নিয়ে গঠিত এই আরামবাগ। যার মধ্যে রয়েছে তারকেশ্বর, পুরশুড়া,গোঘাট (এসসি), খানাকুল, আরামবাগ (এসসি), হরিপাল ও চন্দ্রকোনা। আগে ঘাটালও এই লোকসভা কেন্দ্রের ভিতরেই ছিল। পরে তা পরিবর্তন হয়। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দার। এই কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে ২০ শে মে। মোট ২২ লক্ষ ১৫ হাজার ৯৪৮ ভোটার রয়েছে এই কেন্দ্রে। এ বার এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। আর বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অরূপ কান্তি দিগার। সিপিএমের হয়ে লড়ছেন বিপ্লব কুমার মৈত্র।

শুরুর দিকে এই লোকসভায় বেশ দাপট ছিল ফরওয়ার্ড ব্লকের। অনিল বসুর মতো বাম নেতারা এই কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল সিপিএমের হাতে। ২০০৯ লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ৩০ হাজার ২৫৪ ভোটে জিতেছিলেন মালিক শক্তি মোহন। দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী শম্ভু নাথ মালিক। ২০১৪ সালে এই কেন্দ্রে প্রথম ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। ৭ লক্ষ ৪৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএমের শক্তিমোহন মালিক। বিজেপির হয়ে ১ লক্ষ ৫৮ হাজার ৪৮০ ভোট পেয়েছিলেন মধুসূদন বাগ। এরপর ২০১৯ লোকসভা নির্বাচনে ফের তৃণমূল কংগ্রেসই জয়রথ ধরে রাখে। জোড়া ফুলের ঝাণ্ডা হাতে ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৯ ভোট পেয়েছিলেন অপরূপা। গতবার এই কেন্দ্রে বিজেপির ভোট অনেকটাই বাড়ে। ৬ লক্ষ ৪৮ হাজার ৭৮৭ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী তপন কুমার রায়। অন্যদিকে সিপিএমে ধীরে-ধীরে ক্ষমতা হারায় এই কেন্দ্রে। বাম প্রার্থী শক্তি মোহন মালিক পান ১ লক্ষের মতো ভোট।



@endif