Operation Ganga: ১৮৫ জনকে নিয়ে বুদাপেস্ট থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে আরও ১৮৫ জন উদ্ধার হল। এঁদের বেশিরভাগই পড়ুয়া। বুদাপেস্ট থেকে এয়ার ইন্ডিয়ার অপারেশন গঙ্গা ( Operation Ganga) ফ্লাইট ১৮৫ জনকে নিয়ে সোমবার সকালে মুম্বইয়ের ছত্রপতী শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।

Representative Image

মুম্বই, ৭ মার্চ: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে  আরও ১৮৫ জন উদ্ধার হল। এঁদের বেশিরভাগই পড়ুয়া। বুদাপেস্ট থেকে এয়ার ইন্ডিয়ার অপারেশন গঙ্গা ( Operation Ganga) ফ্লাইট ১৮৫ জনকে নিয়ে সোমবার সকালে মুম্বইয়ের ছত্রপতী শিবাজী  মহারাজ আন্তর্জাতিক  বিমানবন্দর অবতরণ করে। আগত ১৮৫ জনের মধ্যে ১৪৩ জন কেরালার বাসিন্দা। ২৫ জন তামিলনাড়ুর বাসিন্দা, ৫ জন মহারাষ্ট্রের বাসিন্দা, ৩ জন হরিয়ানার বাসিন্দা, বাকি চারজনের মধ্যে ২ জন কর্ণাটকের এবং অন্য ২ জন মধ্যপ্রদেশের। এছাড়াও উত্তরপ্রদেশ, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পাঞ্জাবের এক জন করে ফিরলেন এই বিমানে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে ইউক্রেন থেকে উদ্ধার হওয়া পড়ুয়াদের লাগেজ কোভিড বিধি মেনে তাঁদের হাতে তুলে দিচ্ছে। যাতে খুব শিগগির রাজ্যের তরফে আসা সরকারি কর্তাদের সঙ্গে বিমানে বা ট্রেনে তাঁরা প্রিয়জনদের কাছে ফিরতে পারেন।