Bank Strike From January 31: দেশজুড়ে ফের দুদিনের ব্যাংক ধর্মঘট, মাসের শেষ ও প্রথমে বড়সড় বিপাকে গ্রাহকরা
ফের বিপাকে পড়তে চলেছেন দেশের বাসিন্দারা। রাত পোহালেই দুদিনের ধর্মঘটে যাচ্ছে দেশের সমস্ত ব্যাংক (nationwide bank strike)। তাই আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই ব্যাংকের যাবতীয় কাজ সেরে ফেলুন। কেননা দুদিনের ধর্মঘট যদি সত্যিই তাহলে এটিএম-এ থাকবে না টাকা। প্রয়োজনে বিপদে পড়বেন গ্রাহকরা। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ, ঠিক তার একদিন আগে ও একদিন পরে বন্ধ থাকবে ব্যাংক। ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস৷ আপনার ব্যাংকে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তাহলে ৩১ জানুয়ারির আগেই সেরে নিন৷ বেতন বৃদ্ধির দাবিতে ব্যাংক ইউনিয়ন ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি গোটা দেশে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে৷
নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: ফের বিপাকে পড়তে চলেছেন দেশের বাসিন্দারা। রাত পোহালেই দুদিনের ধর্মঘটে যাচ্ছে দেশের সমস্ত ব্যাংক (nationwide bank strike)। তাই আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই ব্যাংকের যাবতীয় কাজ সেরে ফেলুন। কেননা দুদিনের ধর্মঘট যদি সত্যিই তাহলে এটিএম-এ থাকবে না টাকা। প্রয়োজনে বিপদে পড়বেন গ্রাহকরা। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ, ঠিক তার একদিন আগে ও একদিন পরে বন্ধ থাকবে ব্যাংক। ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস৷ আপনার ব্যাংকে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তাহলে ৩১ জানুয়ারির আগেই সেরে নিন৷ বেতন বৃদ্ধির দাবিতে ব্যাংক ইউনিয়ন ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি গোটা দেশে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে৷ এর পাশাপাশি ২ ফেব্রুয়ারি রবিবার হওয়ায় টানা তিন বন্ধ থাকবে ব্যাংকগুলি৷
উল্লেখ্য, জানুয়ারিতে এনিয়ে দ্বিতীয়বারের জন্য ধর্মঘটে যাচ্ছে ব্যাংক৷ এর আগে ৮ জানুয়ারি ভারত বনধে অংশ নিয়ে কাজ বন্ধ রেখেছিল দেশের ব্যাংকিং সেক্টর। ফের মাসের শেষে ব্যাংক ধর্মঘটে অস্থির বাসিন্দারা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের তরফে জানানো হয়েছে, তাদের দাবিদাওয়া না মিটলে মার্চে ফের তিনদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হবে। আরও পড়ুন-Partha Chatterjee: ‘দিলীপ ঘোষের বদলে জন্তু জানোয়ারও বিজেপির সভাপতি হতে পারত’, তোপ দাগলেন পার্থবাবু
দেশের তাবড় অর্থনীতিবিদরা যখন ব্যাংকিং সেক্টরকে চাঙ্গা করার উপরে জোর দিচ্ছে, তখন বাজেটের দিনও ভারতে ব্যাংক ধর্মঘট একেবারে অশনি সংকেত৷ আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস৷ তাদের দাবি, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি গত ৩০ মাসেও মানা হয়নি৷ তাই বিভিন্ন ব্যাংক সংগঠন সরকারের কাছে এই দাবিগুলি অবিলম্বে পূরণের দাবি জানাচ্ছে৷ যদি দাবি মানা না হয়, তা হলে ফের মার্চের ১১, ১২ ও ১৩ তারিখে ধর্মঘট হবে৷ তারপরেও দাবি না-মিটলে পয়লা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে তারা৷ গত সোমবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকের তরফে জানানো হয়েছে, তারপরেও দাবি না মিটলে পয়লা এপ্রিল থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে।