Andhra Pradesh Train Accident: ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, অন্ধ্রপ্রদেশে ভয়বাহ দুর্ঘটনায় হত ৭
দেশে ফের ভয়াবাহ ট্রেন দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটল।
দেশে ফের ভয়াবাহ ট্রেন দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটল। আলামান্দা-কানকাটাল্লীর কাছে হওয়া এই ট্রেন দুর্ঘটনায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৮ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
ভিজিয়ানাগারাম-রায়গড় ট্রেনটি একই রুটে চলা বিশাখাপত্তনাম-পালাসা ট্রেনটিকে ধাক্কা মারে বলে খবর। জোর কদমে উদ্ধারকাজ চলছে। আরও পড়ুন-কেরল বিস্ফোরণে আরও এক মহিলার মৃত্যু, আতঙ্কে কাঁপছে রাজ্য, সতর্কতা দেশজুড়ে
দেখুন ভিডিয়ো
রেলকর্মীর সিগন্যালের ত্রুটিতেই এই ভয়বাহ দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ভুল সিগন্যালের কারণে বিশাখাপত্তনাম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ভিজিয়ানাগারাম-রায়গড়ের ট্রেনের লাইনে ঢুকে পড়ে বলে খবর।
উদ্ধারকাজ নিয়ে সব খবর রাখছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। দুর্ঘটনাস্থলে আসতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।