Anakapalli Explosion: ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,ঝলসে মৃত ১৭, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

হাসপাতালের ছবি (Photo Credit: X)

নয়াদিল্লিঃ অন্ধ্রপ্রদেশের ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ(Explosion)। ঝলসে মৃত ১৭। আহত আরও ২০। বুধবার(Wednesday) দুপুরে অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লির(Anakapalli) অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত 'Escientia' নামক ওষেধুর কারখানায় বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, লাঞ্চ টাইমে খাবার খাচ্ছিলেন কর্মীরা, সেই সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে। চারিদিকে ছোটাছুটি শুরু করে দেন সকলে। উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আনাকাপল্লির পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের উদ্ধার করা হয়। এরপর তাঁদের সঙ্গে-সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত আরও ১৭। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করে কেন্দ্রীয় সরকারও। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। আর আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়।

কারখানা চত্বর

ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর