Air India Express Plane Skidded At Karipur Airport: কেরালার কারীপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে দু'টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত ১৪, আহত ১২৩
বিমানবন্দরে অতরণের সময় রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। কেরালার কোঝিকোড়ের কারীপুর বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল। মৃত ১৪, আহত ১২৩। বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। ৬ জন বিমান কর্মী ছিলেন। ৬ জন বিমান কর্মীর মধ্যে ২ জন পাইলট। এক পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
কারীপুর, ৭ অগাস্ট: বিমানবন্দরে অতরণের সময় রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। কেরালার কোঝিকোড়ের কারীপুর বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল। মৃত ১৪, আহত ১২৩। বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। ৬ জন বিমান কর্মী ছিলেন। ৬ জন বিমান কর্মীর মধ্যে ২ জন পাইলট। এক পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
জানা যাচ্ছে, সন্ধে ৭টা ৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বৃষ্টির কারণেই রানওয়েতে বিমানটি পিছলে যায় বলে মনে করা হচ্ছে। পিছলে যাওয়ার পর বিমানটি দু'টুকরো হয়ে যায়। ৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
দমকল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। ১৫টি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। জানা গেছে বিমানটিতে আগুন লাগেনি। বিমানের সব যাত্রীকেই বের করা হয়েছে।