Census 2021: ভারতের জনগণনাও এবার ডিজিটাল পথে: এবার সেন্সাস হবে মোবাইল অ্যাপের মাধ্যমে, জানালেন অমিত শাহ
নরেন্দ্র মোদি সরকারের নতুন পরিকল্পনা। ডিজিটাল ভারতের ঘোষণা করা মোদি সরকার এবার দেশের জনগণনাও ডিজিটালি করতে চলেছে। ২০২১ সালে দেশের আদমশুমারি বা সেনসাস প্রক্রিয়া হতে চলেছে মোবাইল অ্যাপের মাধ্যমে। এমন কতাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নয়া দিল্লি, ২৩ সেপ্টেম্বর: নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের নতুন পরিকল্পনা। ডিজিটাল ভারতের ঘোষণা করা মোদি সরকার এবার দেশের জনগণনাও ডিজিটালি করতে চলেছে। ২০২১ সালে দেশের আদমশুমারি বা সেন্সাস (Census) প্রক্রিয়া হতে চলেছে মোবাইল অ্যাপের মাধ্যমে। এমন কথাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে অমিত শাহ জানালেন, '' ২০২১ সেনসাস কাগজের বদলে ডিজিটালে রূপান্তরিত হবে। একটা মোবাইল অ্যাপ ব্যবহার করে গোটা দেশের জনগণনা করা হবে।"দেশের ১৪০ বছরের ইতিহাসে এই প্রথমবার একটি অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করার প্রস্তাব হয়েছে। সেন্সাসের কাজে যুক্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এতদিন জন গণনা করে কাগজে নথিবুক্ত করেছেন, এবার তাঁদের এই কাজের জন্যে নিজের নিজের ফোন ব্যবহার করতে উৎসাহিত করা হবে। এমন কথাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এর পাশাপাশি অমিত শাহ জানান, '' আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মত সমস্ত গুরুত্বপূর্ণ নথির জন্য একটাই কার্ড থাকতে পারে। এমন একটি ব্যবস্থাও থাকা উচিত যাতে যখনই কোনও ব্যক্তি মারা যাবেন, জনসংখ্যার তথ্যগুলিতে সেই তথ্য যেন তখনই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।''
প্রসঙ্গত, ২০১১ সালের শেষবার দেশের জনগণনা হয়েছিল। ভারতে প্রতি দশ বছর অন্তর জনগণনার ঐতিহ্য আছে। ২০১১ সালের জনগণনায় ভারতের জনসংখ্যা ছিল ১২১ কোটি। ২০১১ সালের গণনা অনুযায়ী, ভারতের জনসংখ্যা গত এক দশকে বেড়েছে আঠারো কোটি দশ লক্ষের বেশি। আরও পড়ুন-ফের গোরক্ষকদের গণপিটুনিতে খুন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, ঝাড়খণ্ডে চাঞ্চল্য
চলতি বছর মার্চে কেন্দ্রীয় সরকার জানায়, ২০২১ সালে দেশের জনগণনা হবে মার্চে। বিজ্ঞপ্তি জারি করে, মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় ১৯৪৮ সালের সেনসাস অ্যাক্টের ৩ নম্বর সেকশন প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।