Amit Shah on JDU: জেডিইউ এর জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ, প্রকাশ্য সভায় জানালেন অমিত শাহ (দেখুন ভিডিও)

যদি কারও সন্দেহ থাকে যে বিজেপি নির্বাচনের ফলাফলের পরে জেডিইউকে আবার এনডিএ-তে নিয়ে যাবে, তবে আমি স্পষ্ট করে বলতে চাই যে তাদের (জেডিইউ) জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে- বললেন অমিত শাহ

Amit Shah on JDU Photo Credit: Twitter@ANI

রামনবমীর মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বিহারের সাসারাম। পুলিশ সূত্রের খবর, দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি দিয়ে সংঘর্ষ শুরু হলেও তা গুলি ছোড়াছুড়ির দিকে পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যেই। এর পরে শৃঙ্খলা ফেরাতে ১৪৪ ধারা জারি করা হয় প্রশাসনের তরফে।১৪৪ ধারা জারির জেরে বাতিল হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাসারাম সফর। তবে বিহারের অপর প্রান্তে আজ সভায় অমিত শাহ কে পাওয়া গেল অন্য মেজাজে। পুরোনো জোট সঙ্গীর ওপর গর্জে উঠলেন অমিত শাহ।

২০১৭ থেকে বিজেপির সমর্থনে সরকারে থাকলেও ২০২২ সালে হঠাৎই বিজেপির সঙ্গ ত্যাগ করেন  এন ডি এ র শরিক জনতা দল ইউনাইটেড। আরজেডি-সহ আরও অনেক দলের সঙ্গে জোট গড়ে অষ্টম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নিয়েছেন নীতীশ। তাই বিহারের বুকে দাঁড়িয়ে তাদের কে হুশিয়ারি দিয়ে  অমিত শাহ বলেন , সামনেই লোকসভা নির্বাচন। যদি কারও সন্দেহ থাকে যে বিজেপি নির্বাচনের ফলাফলের পরে জেডিইউকে আবার এনডিএ-তে নিয়ে যাবে, তবে আমি স্পষ্ট করে বলতে চাই যে তাদের (জেডিইউ) জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে।

বিহারের সমাবেশ থেকেAmit  অমিত শাহ কি বললেন শুনে নিন এক ঝলকে-

 



@endif