অমিত শাহ সাফ জানালেন, কোনও শরণার্থীকে দেশ ছাড়তে হবে না, তবে অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেওয়া হবে না

নেতাজি ইন্ডোরের সভায় আক্রমণাত্মক অমিত শাহ। এনআরসি নিয়ে অবস্থান স্পষ্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, " দিদি (মমতা ব্যানার্জি) বলছেন বাংলায় NRC হতে দেবেন না। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ভারতে অনুপ্রবেশকারীদের দরজা দেখানো হবে।

অমিত শাহ। (Photo Credits: ANI)

কলকাতা, ১ অক্টোবর: নেতাজি ইন্ডোরের সভায় আক্রমণাত্মক অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানালেন,  ভারতে কোনও অনুপ্রবেশকারীদের থাকতে দেব না। বেছে বেছে তাড়ানো হবে সকলকে। তবে অমিত শাহ প্রতিশ্রুতি দেন, হিন্দু, বৌদ্ধ শরণার্থীদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে না।  এনআরসি নিয়ে অবস্থান স্পষ্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, " দিদি (মমতা ব্যানার্জি) বলছেন বাংলায় NRC হতে দেবেন না। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ভারতে অনুপ্রবেশকারীদের দরজা দেখানো হবে।''

ভারতের সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ শরণর্থীদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। দিদি (মমতা) এক সময় অনুপ্রবেশকারীদের বার করে দেওয়ার কথা বলতেন। এখন ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে এনআরসি হতে দিতে চাইছেন না। আরও পডুন-উত্তরপ্রদেশে এনআরসি? বাংলাদেশি তাড়াতে চিহ্নিতকরণের কাজ শুরু করল যোগীর রাজ্যের পুলিশ

Amit Shah: Didi(Mamata Banerjee) is saying will not let NRC happen in West Bengal, but I am assuring you, each and every infiltrator in India will be shown the door. You know when she was in opposition&Left was in power, she used to say infiltrators must be forced to leave India. https://t.co/wjtPCmOExApic.twitter.com/kkDihMDik7

অমিত শাহ সাফ জানালেন, ''কোনও দেশ কোটি কোটি অনুপ্রবেশকারীদের বোঝা বইতে পারে না, তাই NRC করতেই হবে''। এরপর সুর চড়িয়ে অমিত শাহ জানালেন, বামফ্রন্ট জমানায় যখন মমতা বিরোধী পক্ষে ছিলেন, তখন তিনি বলেছিলেন প্রতিটি অনুপ্রবেশকারীকে ভারত থেকে বিতাড়িত করা হবে। "

এনআরসি (NRC) নিয়ে বিভ্রান্তিকর প্রচার ছড়ানো হচ্ছে বলে জানান অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "NRC নিয়ে গুজব ছড়াতে বলা হচ্ছে হিন্দুদেরও তাড়িয়ে দেওয়া হবে। এর চেয়ে বড় মিথ্যা হতে পারে না।"নাগরিক সংশোধনী বিল পাশ হলে শরণার্থীরাও দেশের নাগরিক হিসাবে সমস্ত অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন বলে অমিত শাহ জানান।