Amit Malviya: মালব্যর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ, শান্তনু সিনহাকে লিগ্যাল নোটিশ ধরাল অমিতের লিগ্যাল টিম

শান্তনুর সোশ্যাল মিডিয়া পোস্টকে হাতিয়ার করে সুপ্রিয়া শ্রীনাতে বলেন, সুপ্রিয়া শ্রীনাতে সাংবাদিক বৈঠক করে বলেন,“আরএসএস সদস্য শান্তনু সিনহা জানিয়েছেন অমিত মালব্য মহিলাদের যৌন নির্যাতন করেন। বাংলায় বিজেপির দলীয় কার্যালয়ে এসব চলে। অথচ তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত হচ্ছে না।"

Photo Credits: ANI

নয়াদিল্লিঃ বিজাপির আইটি (BJP) সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে যৌনতা নিয়ে বিস্ফোরক পোস্ট করেছিলেন রাহুল সিনহার (Rahul Sinha) ভাই শান্তনু সিনহা (shantanu Sinha)। তাঁর পোস্ট রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এ বার এই অভিযোগে সরব কংগ্রেস। শান্তনুকে লিগ্যাল নোটিশ (Legal Notice) পাঠাল অমিত মালব্য লিগ্যাল টিম। শান্তনু সিনহার অভিযোগ করেছেন অত্যন্ত আপত্তিজনক, তাই উল্লেখ রয়েছে ওই নোটিশে। ওই নোটিশে লেখা রয়েছে, "আমাদের মক্কেলের বিরুদ্ধে মিথ্যেভাবে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। এটা আমাদের মক্কেলের সম্মানের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।" শান্তনুর সোশ্যাল মিডিয়া পোস্টকে হাতিয়ার করে সুপ্রিয়া শ্রীনাতে বলেন, সুপ্রিয়া শ্রীনাতে সাংবাদিক বৈঠক করে বলেন,“আরএসএস সদস্য শান্তনু সিনহা জানিয়েছেন অমিত মালব্য মহিলাদের যৌন নির্যাতন করেন। বাংলায় বিজেপির দলীয় কার্যালয়ে এসব চলে। অথচ তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত হচ্ছে না। তাঁকে পদ থেকে অবিলম্বে সরানো হোক।”