Amarnath Yatra 2022: ৩০ জুন থেকে যাত্রা শুরু হবে অমরনাথ যাত্রা

কোভিড অতিমারির কারণে দুই বছর স্থগিত থাকার পরে আবারও অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হবে। ৩০ জুন থেকে যাত্রা শুরু হবে। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজভবনের আধিকারিকরা জানিয়েছেন, কাশ্মীর হিমালয়ের পবিত্র গুহা মন্দিরে এই বছরের বার্ষিক অমরনাথ যাত্রা ৩০ জুন থেকে শুরু হবে। ৪৩ দিন পর যাত্রা শেষ হবে রাখি বন্ধন উৎসবের দিনে।

জম্মু,  ২৭ মার্চ: কোভিড অতিমারির কারণে দুই বছর স্থগিত থাকার পরে আবারও অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হবে। ৩০ জুন থেকে যাত্রা শুরু হবে। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজভবনের আধিকারিকরা জানিয়েছেন, কাশ্মীর হিমালয়ের পবিত্র গুহা মন্দিরে এই বছরের বার্ষিক অমরনাথ যাত্রা ৩০ জুন থেকে শুরু হবে। ৪৩ দিন পর যাত্রা শেষ হবে রাখি বন্ধন উৎসবের দিনে।

কর্মকর্তারা বলেছেন, এই বছর সমস্ত কোভিড প্রোটোকলের মেনেই যাত্রা অনুষ্ঠিত হবে। অতিমারির কারণে ২০২০ এবং ২০২১ সালে তীর্থযাত্রী অনুষ্ঠিত হয়নি। আরও পড়ুন: Kerala: হেঁটে আসুন ঢেউয়ের ব্রিজে, ভিডিওতে তোলপাড় নেটপাড়া, কেরল পর্যটনে নতুন জোয়ার

এর আগে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের কারণে এটি অমরনাথ যাত্রা ব্যাহত হয়েছিল।