Akhilesh Yadav Refuses To Drink Tea: উত্তরপ্রদেশ পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে চা খেতে অস্বীকার অখিলেশ যাদবের, ভিডিয়োতে দেখুন কেন!

সমাজবাদী পার্টির টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারী মনীশ জগন আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তার প্রতিবাদ জানাতে লখনউে অবস্থিত উত্তরপ্রদেশ পুলিশের সদর দফতরে হাজির হয়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

(Photo Credits: Twitter)

লখনউ: সমাজবাদী পার্টির টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারী (SP Twitter account handler) মনীশ জগন আগরওয়ালকে (Manish Jagan Agarwal) গ্রেফতার (arrest) করে পুলিশ। রবিবার তার প্রতিবাদ জানাতে লখনউে (Lucknow) অবস্থিত উত্তরপ্রদেশ  পুলিশের সদর দফতরে (Uttarpradesh police headquarters) হাজির হয়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো (SP chief) ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (former chief minister) অখিলেশ যাদব।

সেখানে তাঁকে চা খাওয়ার প্রস্তাব দেন পুলিশ কর্তারা। কিন্তু, তা খেতে অস্বীকার করেন অখিলেশ (Akhilesh Yadav Refuses To Drink Tea)। বলেন, "আমি আপনাদের এখানে চা (tea) খাব না। আমরা বাইরে থেকে চা নিয়ে এসে আপনাদের কাপে খাব। আপনারা যদি চায়ের মধ্যে বিষ (poison) মিশিয়ে দেন তাহলে কী হবে? আমি বিশ্বাস করি না। আমি বাইরে থেকে চা এনে খাব। আরও পড়ুন: Sanjay Raut Abuses Union Minister: কেন্দ্রীয় মন্ত্রীদের কুরুচিকর ভাষায় আক্রমণ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (দেখুন ভিডিও)

দেখুন ভিডিয়ো:



@endif