Air India: ত্রুটি সারিয়ে মুম্বই বিমানবন্দরে ফিরল মাগাদানে আটকে থাকা এয়ার ইন্ডিয়ার বিমান
যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আটকে পড়েছিল পূর্ব রাশিয়ার মাগাদানে। বিষয়টি নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল। শনিবার সন্ধ্যায় সেই সমস্ত জল্পনা কাটিয়ে ও যান্ত্রিক ত্রুটি সারিয়ে ভারতের মুম্বই বিমানবন্দরে ল্যান্ড করল এয়ার ইন্ডিয়ার ওই যাত্রীবাহী বিমানটি।
মুম্বই: যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ( Air India's Boeing aircraft) আটকে পড়েছিল পূর্ব রাশিয়ার (east Russia) মাগাদানে (Magadan)। বিষয়টি নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল। শনিবার সন্ধ্যায় সেই সমস্ত জল্পনা কাটিয়ে ও যান্ত্রিক ত্রুটি সারিয়ে ভারতের মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) ল্যান্ড (landed) করল এয়ার ইন্ডিয়ার ওই যাত্রীবাহী বিমানটি।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাগাদানে নামার পরেই বিমানটিতে থাকা ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে বিমানের একটি ইঞ্জিনের তেল সরবরাহের সিস্টেমে ত্রুটি রয়েছে (oil system defect in one of the engines)। এরপর মাগাদান বিমানবন্দরে ত্রুটি সারানো হয়।
৬ জুন এয়ার ইন্ডিয়ার ১৭৩ নম্বর বিমানটি দিল্লি (Delhi) থেকে সানফ্রান্সিসকোর (San Francisco) উদ্দেশে রওনা দিয়েছিল ২১৬ জন যাত্রী ও ১৬ জন বিমানকর্মীকে নিয়ে। কিন্তু, উড়ন্ত অবস্থায় বিমানে ত্রুটি রয়েছে বুঝতে পেরে সেটিকে পূর্ব রাশিয়ার বন্দর শহর মাগাদানে (port city) জরুরি অবতরণ করা হয়। তারপরই বিমানের একটি ইঞ্জিনের তেল সরবরাহের সিস্টেমে সমস্যার কথা বুঝতে পেরে সেটি ঠিক করেন ইঞ্জিনিয়াররা। আরও পড়ুন: Cyclone Biparjoy: প্রাক বিপর্যয়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, দেখুন দ্বারকার গোমতী ঘাটের ভিডিয়ো