Air India: ইজরায়েলে 'হামলার হুমকি' ইরানের, তড়িঘড়ি তেল আভিভে বিমান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ৮ অগাস্ট ২০২৪ পর্যন্ত নয়া দিল্লি থেকে তেল আভিভ এবং তেল আভিভ থেকে নয়া দিল্লি যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমান বাতিল করা হয়েছে।

Air India (Representational Image) Photo Credit: Twitter@barandbench

নয়া দিল্লি, ২ অগাস্টঃ  ইজরায়েল এবং হামাসের যুদ্ধের অগ্রাসন বেড়েই চলেছে। 'এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর' হয়ে হাজির হয়েছে ইজারায়েলের উপর ইরানের 'সরাসরি হামলার হুমকি'।  সেই যুদ্ধ আবহ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা (Air India) আবারও ইজরায়েলের তেল আভিভে যাতায়াতকারী সমস্ত বিমানে স্থগিতাদেশ জারি করেছে। আগামী ৮ অগাস্ট পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ। আজ শুক্রবার এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ৮ অগাস্ট ২০২৪ পর্যন্ত নয়া দিল্লি থেকে তেল আভিভ (Tel Aviv) এবং তেল আভিভ থেকে নয়া দিল্লি যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমান বাতিল করা হয়েছে।

সদ্য ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) বোমা বিস্ফোরণে খুন হন হামাস নেতা ইসমাইল হানিয়ে (Ismail Haniyeh)। হামলায় খুন হন তাঁর এক দেহরক্ষও। ইসমাইল হত্যার পিছনে ইজরায়েলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলেছেন ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি ইজরায়েলের উপর সরাসরি 'হামলার' হুঁশিয়ারিও দিয়েছে ইরান। যা নিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও তেতে উঠেছে। এই আবহে তড়িঘড়ি কয়েকদিনের জন্যে তেল আভিভে (Tel Aviv) বিমান পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India)।

দেখুন এয়ার ইন্ডিয়া-র টুইট... 



@endif