Air India: Russia-য় আটকে পড়া যাত্রীদের ফেরাতে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, দেখুন ভিডিয়ো
ল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে এআই ফ্লাইট AI-183 নামের বিমানটিতে প্রযুক্তিগত কিছু সমস্যা দেখা যায়। ফলে ওই বিমানটির যাত্রাপথ সান ফ্রান্সিসকোর পরিবর্তে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক করে দেওয়া হয়।
দিল্লি, ১৯ জুলাই: রাশিয়ায় (Russia) উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় এয়ার এন্ডিয়ার একটি বিমান। দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে এআই ফ্লাইট AI-183 নামের বিমানটিতে প্রযুক্তিগত কিছু সমস্যা দেখা যায়। ফলে ওই বিমানটির যাত্রাপথ সান ফ্রান্সিসকোর পরিবর্তে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক (Krasnoyarsk )করে দেওয়া হয়। এরপর রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরে যায় বিমানটি। যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই সানফ্রান্সিসকোগামী বিমানটিকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়।
দেখুন রাশিয়ায় উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান...
এয়ার ইন্ডিয়া শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেলে জানায়, তাদের যে বিমানটি শুক্রবার মুম্বই (Mumbai) থেকে ক্রাসনোয়ারস্ক-র উদ্দেশে রওনা দেয়, সেটি রাশিয়ায় রাত ৮টা নাগাদ পৌঁছবে। যাত্রীদের যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য ক্রুদের একটি দল বিমানে রয়েছে বলে জানায় এয়ার ইন্ডিয়া। সেই সঙ্গে রাশিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, ওষুধপত্র সবকিছুর ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়ার তরফে।