Air India: ব্যাগে কি বোমা রয়েছে? বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের এই প্রশ্ন করতেই যাত্রা বাতিল করে গ্রেফতার যাত্রী
বিমানবন্দরের আঁটসাঁট সিকিউরিটি চেকিং দেখে ওই যাত্রী সিআইএসএফ কর্মীদের জিজ্ঞাসা করেন, 'আমার ব্যাগে কি বোমা রয়েছে'? যাত্রীর এই মন্তব্য শোনার পর কোনরকম ঝুঁকি নিতে চাননি নিরাপত্তা কর্মীরা।
'আমার ব্যাগে কি বোমা রয়েছে?' বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের সময়ে সিআইএসএফ (CISF) কর্মীদের এই প্রশ্ন করতেই যাত্রা বাতিল হল এক যাত্রীর। পাশাপাশি গ্রেফতারও করা হয় ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে।
এয়ার ইন্ডিয়ার (Air India) AI 682 বিমানটি চেয়ে কোচি থেকে মুম্বই যাত্রা করার কথা ছিল বছর বেয়াল্লিশের মনোজ কুমারের। কিন্তু সেই যাত্রা তাঁর এবারের মত বাতিল হল। তাঁকে তুলে দেওয়া হয়েছে স্থানীয় পুলিশের হাতে। কোচি বিমানবন্দরের (Cochin International Airport) তরফে এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বিমানবন্দরের আঁটসাঁট সিকিউরিটি চেকিং দেখে ওই যাত্রী সিআইএসএফ কর্মীদের জিজ্ঞাসা করেন, 'আমার ব্যাগে কি বোমা রয়েছে'? যাত্রীর এই মন্তব্য শোনার পর কোনরকম ঝুঁকি নিতে চাননি নিরাপত্তা কর্মীরা। তাঁর সমস্ত লাগেজ ভালো করে পরীক্ষানিরীক্ষা করা হয়। যদিও কোন বোমা উদ্ধার হয়নি। এরপর আরও জিজ্ঞাসাবাদের জন্যে ওই ব্যক্তিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।