AIADMK: কর্ণাটক বিধানসভা ভোটে না লড়ে বিজেপিকে সমর্থনের ঘোষণা AIADMK-র
আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়বে না জানিয়ে দিল এআইএডিএম-কে। কর্ণাটক, তামিলনাড়ু সীমান্তের বেশ কয়েকটি আসনে জয়ললিতার দলের বেশ ভাল প্রভাব রয়েছে।
চেন্নাই, ১৬ এপ্রিল: আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়বে না জানিয়ে দিল এআইএডিএম-কে। কর্ণাটক, তামিলনাড়ু সীমান্তের বেশ কয়েকটি আসনে জয়ললিতার দলের বেশ ভাল প্রভাব রয়েছে। সেক্ষেত্রে কর্ণাটকের শাসক দলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়লে, এমনকি একা দাঁড়ালেও আসন জিততে পারত AIADMK।
তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইএডিএমকে-র সংগঠন বেশ মজবুত প্রতিবেশী রাজ্যে কর্ণাটকে। কিন্তু বিজেপি আসন ছাড়তে রাজি না হওয়ায়, আর শরীক দলকে না চটিয়ে কর্ণাটকের ভোট থেকে সরে থাকার সিদ্ধান্ত নিল AIADMK।
দেখুন টুইট
নিজেদের দলের অন্তর্কলহে জরাজীর্ণ এআইডিএমকে এবার কর্ণাটকে না লড়ে সরাসরি বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করল। কর্ণাটকের পরিবর্তে এখন তামিলনাড়ুর আসন্ন স্থানীয় ভোটের প্রচার ও স্ট্যালিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মনোনিবেশ করতে চায় এআইএডিএমকে। আগামী ১০ মে এক দফায় কর্ণাটকে হবে বিধানসভা ভোট।