Agra: লাখ টাকা না দিলে মেয়ের আপত্তিকর ভিডিয়ো ভাইরাল হবে, যোগী রাজ্যে ভুয়ো হুমকি ফোনে হার্ট অ্যাটাকে মৃত্যু আগ্রার শিক্ষিকার

উত্তর প্রদেশের আগ্রায় চাঞ্চল্যকর ঘটনা। তোলাবাজির হুমকি ফোনে ভয় পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হল এক শিক্ষিকার।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

উত্তর প্রদেশের আগ্রায় (Agra) চাঞ্চল্যকর ঘটনা। তোলাবাজির হুমকি ফোনে ভয় পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হল এক শিক্ষিকার। গত ৩০ সেপ্টেম্বর মালতি ভর্মা নামের সেই শিক্ষিকাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে বলা হয়, তিনি হলেন থানার পুলিশ অফিসার, তার মেয়েকে যৌন পাচার চক্র কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। এখনই তাকে ১ লক্ষ টাকা ট্রান্সফার না করা হলে তার মেয়ের আপত্তিজনক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে।

এরপর সেই মহিলা কাঁদতে কাঁদতে তার ছেলে দিব্যাংশুকে সব কথা জানায়।

ফোনের নম্বর দেখে সন্দেহ হয় ছেলেটির। এরপরই মহিলার হার্ট অ্যাটাক হয়। মহিলার মেয়ে কলেজ থেকে জানতে পারে সব কথা পারে। সেই মহিলা পরে হাসপাতালে মারা যান।

দেখুন খবরটি

প্রাথমিক তদন্তের পর জানা যায়, ফোন কলটি পুরোপুরি ভুয়ো ছিল। একে বলা হয় 'ডিজিটাল অ্যারাস্ট'। সাইবার অপরাধে এমন ভুয়ো কলের সংখ্যা দেশজুড়ে বেড়েই চলেছে।