Modi's Energy, Vision Inspires Us: মোদীতে মুগ্ধ হয়ে ভারতে রেকর্ড বিনিয়োগের আশ্বাস আরব মুলুকের বড় কোম্পানির
গুজরাটে আন্তর্জাতিক শিল্প সম্মেলনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় প্রশংসা করলেন আরব মুলুকের বড় কোম্পানি এমিরেটস বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম।
গুজরাটে আন্তর্জাতিক শিল্প সম্মেলনে (Vibrant Gujarat 2024) এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় প্রশংসা করলেন আরব মুলুকের বড় কোম্পানি এমিরেটস বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম। ডিপি ওয়ার্ল্ডের প্রধান বললেন, " নরেন্দ্র মোদী অসাধারণ মানুষ। ওঁর সঙ্গে দারুণ বৈঠক হল। ওনার কর্মশক্তি, দূরদৃষ্টি, পরিকল্পনা আমাদের অনুপ্রাণিত করেছে। ভারতে আমাদের কোম্পানির বিনিয়োগ ও এবং আমাদের কোম্পানির বিস্তার নিয়ে আলোচনা হল। আমরা শিল্পের জন্য জমি অধিগ্রহণ করছি। আমরা ভারতের বিভিন্ন জায়গায় উতপাদন ক্ষেত্রে বড় বিনিয়োগ করছি।"
এরপর তিনি জানান, ভারতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির এই কোম্পানি আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। আগামী তিন বছরে আরও বিনিয়োগ করা হবে।
দেখুন খবরটি
২০ বছর ধরে ভারতের সঙ্গে আমাদের মজবুত সম্পর্ক। প্রধানমন্ত্রী মোদীর নীতি ও সাহস আমাদের ভারতের বাজারে আরও কাজ ও বিনোয়গ করে অনুপ্রাণিত করবে।"