Delhi: কপ্টার দুর্ঘটনার পরেই নিরাপত্তায় মুড়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের বাসভবন
গতকালই চপার দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারিয়েছেন বারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বৃহস্পতিবার সকাল থেকেই কুমারস্বামী কামরাজ মার্গে তাঁর বাসভবনে উপচে পড়েছে ভিভিআইপিদের ভিড়।
নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: গতকালই চপার দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারিয়েছেন বারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বৃহস্পতিবার সকাল থেকেই কুমারস্বামী কামরাজ মার্গে তাঁর বাসভবনে উপচে পড়েছে ভিভিআইপিদের ভিড়। তাই প্রয়াত জেনারেলের দিল্লির বাসভবন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রখ্যাতরা আসছেন আর শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানিয়ে যাচ্ছেন। বুধবার এক মর্মান্তিক বায়ুসেনার চপার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত (৬৩), তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। তামিলনাড়ুর কুন্নুরের কাছে চপারটি ভেঙে পড়ে। জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত রেখে গেলে দুই কন্যা কৃতিকা ও তারিণীকে। বুধবার বিকেলেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান এমএম নারাভানে জেনারেল রাওয়াতের বাড়িতে আসেন। আরও পড়ুন-Winter In West Bengal: ঘন কুয়াশায় থমকে শীতের সকাল, ফের নিম্নচাপের খবর দিল হাওয়া অফিস
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নৌসেনা প্রধান অ্য়াডমিরাল হরিকুমারও এসেছিলেন রাওয়াতের দিল্লির বাসভবনে। এমন ভিভিআইপি-দের আনাগোনার কারণে কুমারস্বামী কামরাজমার্গের ওই বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছু নির্বাচিত লোকজনকেই সেই বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। চার প্রজন্ম ধরে ভারতীয় সেনায় রয়েছে রাওয়াত পরিবার। প্রয়াত জেনারেলের বাবা লক্ষ্মণ সিং রাওয়াতও ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন। এবং লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীতও হন তিনি।
উল্লেখ্য, বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত ছিলেন আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশনের (AWWA) প্রেসিডেন্ট। সেনা কর্মীদের স্ত্রী, ছেলেমেয়ে, ও পরিবারের অন্যান্য সদস্যদের কল্যাণের জন্য় তৈরি হওয়া সবথেকে বড় অলাভজনক সংস্থা এই আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন। সাধারণত প্রয়াত সেনাকর্মীদের বিধবা স্ত্রী, বিকলাঙ্গ ছেলেমেয়ে, ক্যানসার আক্রান্ত ও তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদের উন্নয়ণে কাজ করতেন মধুলিকা রাওয়াত।