Supreme Court: 'পাকিস্তান' মন্তব্যর জের, কর্ণাটক হাইকোর্টের বিচারকের বিরুদ্ধে পদক্ষেপ সুপ্রিম কোর্টের
কর্ণাটক হাইকোর্টের একটি সাম্প্রতিক ঘটনায় বিচারক বেদব্যাসাচার শ্রীশানন্দ বেঙ্গালুরুর পাশের একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলকে 'পাকিস্তান' বলে উল্লেখ করেন বলে খবর।
বেঙ্গালুরু, ২০ সেপ্টেম্বর: বেঙ্গালুরুতে (Bengaluru) একটি মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে বিতর্কিত মন্তব্য এবং মহিলা আইনজীবীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ উঠল কর্ণাটকের এক বিচারকের বিরুদ্ধে। যার জেরে কর্ণাটকের ওই বিচারকের বিরুদ্ধে একটি বেঞ্চ গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ওই বেঞ্চ গঠন করা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)।
কর্ণাটক (Karnataka High Court) হাইকোর্টের একটি সাম্প্রতিক ঘটনায় বিচারক বেদব্যাসাচার শ্রীশানন্দ বেঙ্গালুরুর পাশের একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলকে 'পাকিস্তান' বলে উল্লেখ করেন বলে খবর। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। ওই অঞ্চলের গোরি পালিয়া এলাকায় এক বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদের সময় ওই মন্তব্য করেন কর্ণাটক হাইকোর্টের ওই বিচারক। পাশাপাশি শুনানির সময় এক মহিলা আইনজীবীর বিরুদ্ধেও বিচারক অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ।
ওই ঘটনার পরপরই সুপ্রিম কোরটের তরফে কর্ণাটকের হাইকোর্টের বিচারকের মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।