Matchbox Price Revised: ১৪ বছর পর দাম বাড়ছে দেশলাইয়ের, জানেন নতুন দাম কত হবে?
বাজারে দেশলাইের (Matchbox) একটি বাক্স কত দাম কেনেন? নিশ্চয় মাত্র এক টাকাতে। কখনও কি খেয়াল করেছেন যে বছরের পর বছর ধরে একই দামে দেশলাই বাক্স কিনেই যাচ্ছেন? এবার খটকা লাগল। আসলে গত ১৪ বছর দামই বাড়েনি দেশলাই বাক্সের। তবে আগামী ডিসেম্বর থেকে বাড়বে। দেশলাই বাক্সের দাম হবে ২ টাকা। পাঁচটি প্রধান ম্যাচবক্স শিল্প সংস্থার প্রতিনিধিরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে দাম ১ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা করার। পয়লা ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
মাদুরাই, ২৩ অক্টোবর: বাজারে দেশলাইের (Matchbox) একটি বাক্স কত দাম কেনেন? নিশ্চয় মাত্র এক টাকাতে। কখনও কি খেয়াল করেছেন যে বছরের পর বছর ধরে একই দামে দেশলাই বাক্স কিনেই যাচ্ছেন? এবার খটকা লাগল। আসলে গত ১৪ বছর দামই বাড়েনি দেশলাই বাক্সের। তবে আগামী ডিসেম্বর থেকে বাড়বে। দেশলাই বাক্সের দাম হবে ২ টাকা। পাঁচটি প্রধান ম্যাচবক্স শিল্প সংস্থার প্রতিনিধিরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে দাম ১ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা করার। পয়লা ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
শেষবার দেশলাই বাক্সের দাম বেড়েছিল ২০০৭ সালে। সেবার ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা করা হয়েছিল। বৃহস্পতিবার শিবকাশীতে অল ইন্ডিয়া চেম্বার অফ ম্যাচ-র (All India Chamber of Matches) বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প প্রতিনিধিরা কাঁচামালের দাম বৃদ্ধিকে দেশলাইয়ের দাম বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করেছেন। আরও পড়ুন: Anti Narcotics Cell: পুণে থেকে উদ্ধার গাঁজা, বাজেয়াপ্ত ১১ লক্ষ
প্রস্তুতকারকরা বলেছেন যে একটি দেশলাই বাক্স তৈরি করতে ১৪টি কাঁচামাল প্রয়োজন। এক কেজি লাল ফসফরাসের দাম ৪২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১০ টাকা, মোম ৫৮ টাকা থেকে বেড় হয়েছে ৮০ টাকা, বাইরের বক্স বোর্ড ৩৬ টাকা থেকে বেড় হয়েছে ৫৫ টাকা এবং ভিতরের বক্স বোর্ড ৩২ টাকা থেকে হয়েছে ৫৮ টাকা। এছাড়াও কাগজ, স্প্লিন্ট, পটাসিয়াম ক্লোরেট ও সালফারের দাম ১০ অক্টোবর থেকে বেড়েছে। ডিজেলের দাম বাড়ার ফলে আরও বোঝা পড়েছে।
ন্যাশনাল স্মল ম্যাচবক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব ভিএস সেথুরাথিনাম জানান, নির্মাতারা এক বান্ডিল অর্থাৎ ৬০০ দেশলাই বাক্স (প্রতিটি বাক্সে ৫০ টি স্টিক) ২৭০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি করছে। প্রতি বান্ডিলের দাম ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন দাম হবে ৪৩০ টাকা থেকে ৪৮০ টাকার মধ্যে। ১২ শতাংশ জিএসটি এবং পরিবহন খরচ বাদে এই দাম। তামিলনাড়ু জুড়ে প্রায় চার লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশলাই শিল্পের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে ৯০ শতাংশ মহিলা।