Adhir Chowdhury: 'পশ্চিমবঙ্গকে লুটে দিল্লিতে রাজনৈতিক ব্যবসা করছে তৃণমূল', কটাক্ষ অধীরের
মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যখন দিল্লিতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সুবিধাবাদের রাজনীতি শুরু করেছে।
দিল্লি, ২৩ নভেম্বর: দিল্লিতে (Delhi) মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। রাজধানী শহরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর হাজিরায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। জেডিইউয়ের প্রাক্তন নেতা পবন ভর্মার তৃণমূলে যোগদান কিংবা অশোক তনওয়ার এবং কীর্তি আজাদর তৃণমূলে যোগদানের গুঞ্জন কিংবা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোর তৃণমূলে যোগদান, সবকিছু নিয়ে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
মঙ্গলবার তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো যখন দিল্লিতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সুবিধাবাদের রাজনীতি শুরু করেছে। ওরা ভাবছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা হচ্ছে তাতে সুবিধা পাবে জোড়াফুল শিবির। পশ্চিমবঙ্গকে লুটে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই বিপুল অর্থের মাধ্যমে তৃণমূল কংগ্রেস দিল্লিতে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে বলে তোপ দাগেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
আরও পড়ুন: Javed Akhtar: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, অভিষেকের দিল্লির বাড়িতে জাভেদ আখতার
কী বলেন অধীর দেখুন...
প্রসঙ্গত কংগ্রেস নেতা কীর্তি আজাদ কিংবা রাহুল গান্ধী (Rahul Gandhi) ঘনিষ্ঠ নেতা অশোক তনওয়ার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, এমন গুঞ্জন শুরু হতেই রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত দিল্লিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি।