Pune Car Accident Case: পোর্শে দুর্ঘটনা মামলায় জামিন খারিজ করল আদালত! ৫ জুন পর্যন্ত পাঠানো হবে পর্যবেক্ষণে

চাপে পড়ে অবশেষে জামিন খারিজ হল পোর্শে (Porsche) দুর্ঘটনা মামলার অন্যতম অভিযুক্তের। জানা যাচ্ছে, জুভেনাইল জাস্টিস বোর্ড ওই ১৭ বছরের নাবালককে ১৪ দিন অর্থাৎ ৫ জুন পর্যন্ত হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে। যদিও জামিন যাতে বাতিল না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল অভিযুক্ত কিশোর এবং তার আইনজীবী। কখনও বলা হয়েছে সে সজ্ঞানে দুর্ঘটনা ঘটায়নি, কখনও আবার সে মানসিক অবসাদের স্বীকার বলে দাবি করা হচ্ছে।

গত বুধবার অভিযুক্তের আইনজীবী দাবি করেন, কিশোর মানসিক অবসাদের কারণেই মদ্যপান করেছিল। ফলে এখন যদি তাঁকে হোমে পাঠানো হয় তাহলে আবার সে অবসাদে পড়বে। তার বদলে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সে যাতে মায়ের কাছে থাকে সেই জন্য জামিন বাতিল না করার আবেদন জানায়। এমনকী আইনজীবীর কথা সমর্থনও করে ওই কিশোর। কিন্তু এবারে সেই আবেদনে কর্ণপাত করল না জুভেনাইল জাস্টিস বোর্ড।

অন্যদিকে, অভিযুক্ত জামিন পাওয়ার পর থেকেই প্রশাসনের ওপর চাপ বাড়াতে থাকে আমজনতা। পুণের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা। আর সেই কারণেই কার্যত চাপে পড়ে জামিন খারিজ করা হয়। সরকারপক্ষের আইনজীবী এই মামলার শুনানিতে বলে, জামিনে মুক্ত থাকলে ওই নাবালক যে কোনও সময় জনগনের রোষের শিকার হতে পারে অথবা আবারও এরকম দুর্ঘটনা ঘটাতে পারে। ফলে কোনওভাবেই তাঁকে বাইরে রাখা যাবে না।



@endif