IPL Auction 2025 Live

Accident In Waterfall: ২৪ ঘণ্টার ব্যবধানে জলপ্রপাতে দু'টি মর্মান্তিক দুর্ঘটনা,নড়েচড়ে বসল পুনে জেলা প্রশাসন, পর্যটকদের জন্য জারি হল নয়া নির্দেশিকা

একের পর এক এই ধরনের ঘটনার পর নড়েচড়ে বসেছে পুনে জেলা প্রশাসন। পর্যটকদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা।

পুনের জলপ্রপাতে মর্মান্তিক কাণ্ড (ছবিঃX)

নয়াদিল্লিঃ রবিবার লোনাভালায় (Lonavala) মর্মান্তিক দুর্ঘটনার শিকার আনসারি পরিবার। রবিবার, লোনাভালার ভুশি বাঁধের (Bhushi Dam) কাছে একটি জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন পুনের সায়েদ নগরের আনসারি পরিবারের ১৭ জন সদস্য। ভারি বৃষ্টির মাঝে জলপ্রপাতে (Waterfall) তলিয়ে যান এই পরিবারের ৫ সদস্য। তিনজনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। ২ নাবালক এখনও নিখোঁজ। দুপুরে জল খানিকটা কম থাকায় নীচে নামেন ওই পরিবারের ৫ জন। এরপরই আচমকা রুদ্রমূর্তি ধারণ করে এই জলপ্রপাত। জলের একেবারে মাঝে আটকে পড়েন ৫ পর্যটক। একে অপরকে আকড়ে বাঁচার চেষ্টা করলেও জলের স্রোতে শেষমেশ ভেসে যান তাঁরা। এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পুনের তামিনিঘাটের ঝরনার প্রবল স্রোতে ভেসে গিয়েছেন ৩৮ বছরের এক যুবক। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক এই ধরনের ঘটনার পর নড়েচড়ে বসেছে পুনে জেলা প্রশাসন। পর্যটকদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। জেলা আধিকারিকদের নদী, হ্রদ, বাঁধ, জলপ্রপাত, দুর্গ এবং বনাঞ্চলের মতো পিকনিক স্পটগুলিতে পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দুর্যোগপ্রবণ জায়গায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। এ ছাড়া নিষিদ্ধ অঞ্চলগুলিকে চিহ্নিত করার জন্য সতর্কীকরণ বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই খবরটিও পড়ুনঃ  মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই যুবকের, ৩ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার মৃতদেহ, দেখুন ভিডিয়ো