IPL Auction 2025 Live

Accident: ছেলে পরীক্ষায় ভাল ফল করায় পুজো দিতে গিয়েছিলেন,পথেই সব শেষ!দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জনের

কোনওরকমে প্রাণে বাঁচেন ভবেশ খাত্রার বড় ছেলে বেদ ও পরিবারের আরও দু'জন সদস্য। বেদ NEET পরীক্ষায় ভাল ফল করায় মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সকলে মিলে। পথেই এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জনের (ছবি:IANS)

নয়াদিল্লিঃ ভয়াবহ পথ দুর্ঘটনা! (Accident) প্রাণ গেল একই পরিবারের ৫ জনের। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujrat) হিম্মতনগর জাতীয় সড়কের কাছে। জানা গিয়েছে, কচ্ছর (Kutch) একটি মন্দিরে (Temple) পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন একটি পরিবার। পথে একটি গাড়ির সঙ্গে ধাক্কায় সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালক সহ পাঁচজনের। তাঁরা প্রত্যেকেই গন্ডালের দেরদি কুম্ভাজি গ্রামের বাসিন্দা।

এই খবরটিও পড়ুনঃ বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত ১, আহত ৭

পুলিশ জানিয়েছে, একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ি চালক বাহাদুর কালুভাইয়ের। এ ছাড়া ঘটনায় মৃত্যু হয়েছে ভবেশ খাত্রা (৪৮), তাঁর স্ত্রী ভাবনা খাত্রা (৪৫), তাঁদের ছেলে রুদ্র (১৪), ভাবনা খাত্রার বোন সোনাল (৪০), এবং তাঁদের কাকিমা আম্বা ভাগ্যসিয়ারর (৬০)। কোনওরকমে প্রাণে বাঁচেন ভবেশ খাত্রার বড় ছেলে বেদ ও পরিবারের আরও দু'জন সদস্য। বেদ NEET পরীক্ষায় ভাল ফল করায় মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সকলে মিলে। পথেই এই দুর্ঘটনা ঘটে।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো