Accident: গুগল ম্যাপের উপর ভরসা করে যত বিপত্তি, জলে পড়ে গেল গাড়ি, তারপর?

বৃহস্পতিবার সকালে কসেগড় থেকে কানাড়ার উপ্পিনানগাদির দিকে রওনা দিয়েছিলেন আব্দুল রশিদ এবং তশরিফ নামে দুই ব্যাক্তি। তাঁদের একমাত্র ভরসে ছিল গুগল ম্যাপ। এই ম্যাপের দেখানো রাস্তা মতোই গন্তব্যের দিকে এগোচ্ছিল তাঁদের গাড়ি।

Accident: গুগল ম্যাপের উপর ভরসা করে যত বিপত্তি, জলে পড়ে গেল গাড়ি, তারপর?
প্রতীকী ছবি (ছবিঃPixabay)

নয়াদিল্লিঃ বর্তমান যুগে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে গুগল ম্যাপের (Google Map) অবদান অস্বীকার করা যায় না। অচেনা গন্তব্যে এক নিমেষে রাস্তা চিনিয়ে পৌঁছে দেয় এই ম্যাপ (Map)। তবে এ বার এই গুগল ম্যাপের উপর ভরসা করে বিপাকে পড়লেন দুই ব্যাক্তি। ম্যাপ দেখে চল্যে-চলতে শেষমেশ গাড়ি (Car) নিয়ে সোজা নেমে গেলেন হলে। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে কেরলের কোসেরগড়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কসেগড় থেকে কানাড়ার উপ্পিনানগাদির দিকে রওনা দিয়েছিলেন আব্দুল রশিদ এবং তশরিফ নামে দুই ব্যাক্তি। তাঁদের একমাত্র ভরসে ছিল গুগল ম্যাপ। এই ম্যাপের দেখানো রাস্তা মতোই গন্তব্যের দিকে এগোচ্ছিল তাঁদের গাড়ি। কসেরগড় থেকে ৩০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। গুগল ম্যাপে দেখানো সরু রাস্তা আসলে একটি রেলিং বিহীন ব্রিজ তা বুঝে উঠতে পারেননি তাঁরা। সেই ব্রিজ ধরে এগোতে গয়ে জলে পড়ে যায় গাড়ি। কোনওরকমে গাড়ি থেকে বেরিয়ে একটি গাছের উপর উঠে পড়েন আব্দুল এবং তাঁর সঙ্গী। সেখান থেকেই ফোন করে পরিবারকে গোটা বিষয়টি জানান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। অবশেষে তাঁদের উদ্ধার করা হয় তাঁদের।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Vivah Muhurat 2025: ২০২৫ সালে বিয়ের শুভ দিন থাকবে ৭৬ দিন, জেনে নিন ২০২৫ সালের বিয়ের শুভ দিনের সম্পূর্ণ তালিকা...

Skin Care Tips: শীতকালে মুখে তেল ব্যবহার করার আগে জেনে নিন এর সমস্যাগুলি সম্বন্ধে বিস্তারিত...

SA20 2025 Live Streaming: এমআই কেপ টাউন বনাম জোবার্গ সুপার কিংস, এসএ২০ ২০২৫; সরাসরি দেখবেন যেখানে

ILT20 2025 Live Streaming: গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস, আইএলটি২০ ২০২৫; সরাসরি দেখুন ভারতে

Share Us