Arvind Kejriwal: মঙ্গলে মুখ্যমন্ত্রী বদল, কে বসবেন দিল্লির কুর্সিতে, বেলা ১২টায় নাম ঘোষণা
ঘুরছে একাধিক নাম। জল্পনা অতিশী, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাইদের মত আপের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যেই কেউ বসেতে চলেছেন অরবিন্দের কুর্সিতে।
নয়া দিল্লি, ১৭ সেপ্টেম্বরঃ আজ মঙ্গলবারই দিল্লির মুখ্যমন্ত্রী বদল। নিজে ইস্তফা দিয়ে তাঁর কুর্সিতে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কাকে বসাবেন সেই দিকেই নজর সকলের। কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী! সেই চরম সিদ্ধান্ত নিতে সোমবার থেকে দফায় দফায় মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছে আপ শীর্ষ নেতৃত্বদের বৈঠক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও বৈঠক শুরু হয়েছে। একে একে আম আদমি পার্টির নেতৃত্বরা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবাসনে। আজ বেলা ১২টা তেই রাজধানীর পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে আপ (AAP)।
অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরে যেতে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই নিয়ে জল্পনা চলছে নানা মহলে। ঘুরছে একাধিক নাম। জল্পনা অতিশী, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাইদের মত আপের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যেই কেউ বসেতে চলেছেন অরবিন্দের কুর্সিতে। কেজরিওয়াল নিজে ইস্তফা দিয়ে সেই কুর্সিতে স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে বসাতে চলেছেন বলেও কানাঘুষো খবর শোনা যাচ্ছিল। তবে দলের শীর্ষ নেতারা এই বিষয়ে একেবারেই মুখে কুলুপ এঁটে রয়েছেন।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আচমকাই পদত্যাগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জনতার কাছে 'অগ্নিপরীক্ষা' দিয়ে পুনরায় নিজের কুর্সিতে বসতে চান বলে জানান তিনি। ততদিন দিল্লির মুখ্যমন্ত্রীত্ব দলেরই কোন পাকা নেতার হাতে তুলে দেবেন তিনি।
গত মার্চ মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডি এবং পরে সিবিআই দ্বারা গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দীর্ঘ ছয় মাস হাজতবাসের পর শুক্রবার ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিন মেলে আপ সুপ্রিমোর। তিহাড় থেকে বেরিয়ে রবিবার প্রথমবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।