Aadhaar-Voter ID Linking:ভোটার আইডি-র সঙ্গে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক কি? কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

আধার কার্ড (Aadhaar Card)-ভোটার আইডি (Voter ID) যুক্ত করা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। মাঝেমাঝেই দেখা যায় কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত না করলে ভোটার তালিকা থেকে বাদ পড়তে নাম।

Aadhar Update ( File Photo)

নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর: আধার কার্ড (Aadhaar Card)-ভোটার আইডি (Voter ID) যুক্ত করা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। মাঝেমাঝেই দেখা যায় কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত না করলে ভোটার তালিকা থেকে বাদ পড়তে নাম। আবার কখনও শোনা যায় ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্তটা করাটা একেবারেই বাধ্যতামূলক নয়। এই বিষয়ে সংসদে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজুর কাছে সঠিক খবর জানতে চান তিন সাংসদ।

যা নিয়ে আইন মন্ত্রী জানান, " ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করাটা একেবারেই ঐচ্ছিক। এটা না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ করার কোনও সম্ভাবনাই নেই।

দেখুন টুইট

গত অগাস্ট থেকে নির্বাচন কমিশন ভোটারদের থেকে আধা কার্ড নম্বর নেওয়ার কর্মসূচি শুরু করেছে। তবে সেটা বাধ্যতামূলক নয়, যারা সেটা করতে চান তাদের থেকেই কমিশন নম্বরটা নথিভুক্ত করছে।