Aadhaar Card Update Deadline: এখনই আধার কার্ড আপডেট না করালে বিপদ, গুনতে হবে মোটা টাকা, শেষ তারিখ কবে জানুন

নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আধার কার্ড আপডেট করতে গেলে লাগবে টাকা। ১০ বা তার বেশি বছরের পুরনো আধার কার্ড আপডেট করতে টাকা দিতে হবে কেন্দ্র সরকারকে।

Aadhaar Card (Photo Credit: Twitter@OmmcomNews)

Aadhaar Card Update Deadline: সময়সীমা শেষ হচ্ছে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আধার কার্ড আপডেট করতে গেলে লাগবে টাকা। ১০ বা তার বেশি বছরের পুরনো আধার কার্ড আপডেট করতে টাকা দিতে হবে কেন্দ্র সরকারকে। তাই বিনামূল্যে নিজের আধার কার্ডটি এখনই আপডেট করিয়ে নিন। জেনে নিন বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ কবে...

যেকোনো সরকারি কাজ, ব্যাঙ্কের কাজ, চাকরি সমস্ত কিছুতেই আপনার পরিচয়পত্র হিসাবে গ্রাহ্য হয় আধার কার্ড। ভারতের নাগরিক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল এই আধার কার্ড (Aadhar Card)। নাগরিকের নাম, পরিচয়, ঠিকানা সহ বেশ কিছু প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত থাকে আধারের মধ্যে। তবে নির্দিষ্ট সময় অন্তর আপনার আধার কার্ডটি আপডেট করাটাও খুব প্রয়োজন, তেমনই পরামর্শ দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন কর্তৃপক্ষ। আধার নথিভুক্তিকরণের তারিখ থেকে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডধারীকে নিজের আধার কার্ডটি আপডেট (Aadhar Card Update) করতে হয়। কিংবা কারুর আধার কার্ডের নাম, ঠিকানা বা অন্য কোন তথ্য ভুল থাকলে তা যত দ্রুত সম্ভব আপডেট করানো প্রয়োজন। আপনার পরিচয়পত্রের সামান্য ভুলের জন্যে আটকে যেতে পারে বড় বড় কাজ। তাই দেরি না করে যতদ্রুত সম্ভব নিজের আধারটি আপডেট করিয়ে নিন। কিন্তু মনে রাখবেন, আধার কার্ড আপডেট করার জন্যে টাকা লাগে। তবে বিনামূল্যে আধারের ভুল সংশোধন কিংবা আপডেট করার জন্যে সময়সীমা বেধে দিয়েছে UIDAI।

প্রাথমিকভাবে বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা ছিল চলতি বছরের ১৪ জুন পর্যন্ত। পরে তা বাড়িয়ে করা হয় ১৪ সেপ্টেম্বর। সেই সময়সীমাও বেড়ে এখন শেষ তারিখ হয়েছে করা ১৪ ডিসেম্বর।

আপনি নিজেই নিজের আধার কার্ডটি এই সময়সীমার মধ্যে বিনামূল্যে আপডেট করতে পারবেন। বাড়িতে বসে কেবল এই লিঙ্কে ক্লিক করেই করে ফেলুন নিজের আধারের যাবতীয় আপডেট।