Mumbai Car Accident: বিলাসবহুল গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর! গুরুতর জখম আরও এক, পলাতক গাড়ির চালক
পুনের স্মৃতি ফিরল মুম্বইতে। মহারাষ্ট্রে আবারও ঘাতক বিলাসবহুল গাড়ি। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ওরলির আতরিয়া মলের সামনে একটি বিএমডব্লুউ গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক স্কুটি আরোহীর।
পুনের স্মৃতি ফিরল মুম্বইতে। মহারাষ্ট্রে আবারও ঘাতক বিলাসবহুল গাড়ি। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ওরলির আতরিয়া মলের সামনে একটি বিএমডব্লুউ গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক স্কুটি আরোহীর। আহত এক। জানা যাচ্ছে এক দম্পতি ভোরবেলায় স্কুটিতে করে স্থানীয় ফিশিং কমিউনিটি থেকে মাছ কিনে বাড়ি ফিরছিল। সেই সময় পেছন থেকে একটি গাড়ি এসে সজোরে ওই স্কুটিতে ধাক্কা মারে। আর তাতেই গুরুতর জখম হন দুই বাইক আরোহী। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে যাওয়ার পথে মহিলার মৃত্যু হয়। এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক মুহূর্তও থাকেনি অভিযুক্ত। গাড়ি নিয়েই দ্রুতগতিতে বেরিয়ে যায় সে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। সিসিটিভি ক্যামেরা দেখে ঘাতক গাড়ি ও অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখন পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। গাড়িতে কে বা কারা ছিল সেটাও এখনও জানা যায়নি।
মাসখানেক আগে এই মহারাষ্ট্রের পুনেতেই এক মদ্যপ নাবালকের বিলাসবহুল পোর্শে গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয় দুই যুবক যুবতীর। সেখানে পুলিশের চরম গাফিলতি দেখা যায়। অবশেষে দেশজুড়ে প্রতিবাদের ফলে চাপে পড়ে পুলিশ নাবালকের বাবা, মা ও দাদুকে গ্রেফতার করে। পরবর্তীকালে নাবালককে গ্রেফতার করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এবারে পুুলিশ যাতে নিরপেক্ষ তদন্ত করে আসল অভিযুক্ততে গ্রেফতার করে, এমনই দাবি তুলছে স্থানীয় বাসিন্দাষ