Haryana Child Rape: সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, আটক ১

অন্যদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বাড়ির(House) উঠোনে খেলছিল (Playing) সাড়ে তিন বছরের শিশু(Child) কন্যা। সেখান থেকেই গায়েব। এরপর রাত ১১ টা নাগাদ বাড়ির পাশে মিলল একরত্তির রক্তাক্ত দেহ(Dead Body)। অভিযোগ ধর্ষণ(Rape) করে খুন(Murder) করা হয়েছে তাকে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে। শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ জেলায়। বাড়ির উঠোনেই খেলছিল ওই শিশু। বিকেল ৪ টে নাগাদ পাড়ারই এক বাচ্চার সঙ্গে শেষ তাকে খেলতে দেখা গিয়েছিল। এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে। শিশু কন্যার খোঁজে গোটা এলাকা তোলপাড় করে তার পরিবার। এরপর রাত ১১ টা নাগাদ বাড়ির পাশ থেকে উদ্ধার হয় শিশু কন্যার নিথর দেহ। এরপরই পুলিশের দ্বারস্থ হয় শিশুর পরিবার। শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পিনাংওয়া থানার পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, আটক ১