Delhi Crime: প্রাক্তন স্ত্রী-এর প্রেমিকের সঙ্গে বচসা! খুন ২২ বছরের যুবক

প্রতীকী ছবি

দিল্লির শাস্ত্রী পার্কে গুলি করে খুন করা হল ২২ বছরের এক যুবককে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম মুস্তাকিম। খুন করার পর অভিযুক্ত ইয়াসিম ঘটনাস্থল থেকে পালিয়েছে। ইতিমধ্যেই মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শাস্ত্রী পার্কে (Shastri Park) প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েই খুন হতে হয় ওই যুবককে।

পুলিশসূত্রে খবর, প্রাক্তন স্ত্রী ইশরাদের সঙ্গে সোমবার দেখা করতে গিয়েছিলেন মুস্তাকিম এবং তাঁর বন্ধু সোহেল। সেখানে দেখা হয় ইয়াসিমের সঙ্গে। এই যুবককে বিয়ে করতে চায় মুস্তাকিমের প্রাক্তন স্ত্রী। এই নিয়ে চারজনের মধ্যে তুমুল বচসা হয়। তখন ক্ষুব্ধ হয়ে মুস্তাকিমের ওপর গুলি চালায় ইয়াসিম। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছরের যুবকের। তারপরেই পালিয়ে যায় ইয়াসিম।

রাত ১টা নাগাদ স্থানীয় পুলিশ স্টেশন ফোন করে অভিযোগ জানায় মুস্তাকিমের বন্ধু সোহেল। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করে। মৃত যুবক চাঁদনী চকে এক কাপড়ের দোকানে কাজ করতেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।



@endif