Assam: অসমে ৮৫ জন জেলবন্দি এডস রোগে আক্রান্ত!

অসমের (Assam) দু'টি কারাগারের ৮৫ জন এডস (AIDS) রোগে আক্রান্ত। অসমের নগাওঁ (Nagaon) কেন্দ্রীয় কারাগার ও বিশেষ কারাগারের ঘটনা। ৮৫ জনের মধ্যে ৪৫ জন বিশেষ কারাগারের আবাসিক। বাকিরা নগাঁও শহরে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের। নগাঁও বিপি সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট এলসি নাথ শুক্রবার জানিয়েছে, মাদকর মাধ্যমেই এতজনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছ। তিনি জানান, গত মাসে সিভিল হাসপাতালে ৪ জন মহিলা-সহ মোট ৪৪ জনের এইচআইভি ধরা পড়ে।

Representational Image (Photo Credits: File Photo)

নগাঁও, ১০ অক্টোবর: অসমের (Assam) দু'টি কারাগারের ৮৫ জন এডস (AIDS) রোগে আক্রান্ত। অসমের নগাওঁ (Nagaon) কেন্দ্রীয় কারাগার ও বিশেষ কারাগারের ঘটনা। ৮৫ জনের মধ্যে ৪৫ জন বিশেষ কারাগারের আবাসিক। বাকিরা নগাঁও শহরে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের। নগাঁও বিপি সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট এলসি নাথ শুক্রবার জানিয়েছে, মাদকর মাধ্যমেই এতজনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছ। তিনি জানান, গত মাসে সিভিল হাসপাতালে ৪ জন মহিলা-সহ মোট ৪৪ জনের এইচআইভি ধরা পড়ে।

নগাঁও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বেশিরভাগ এইচআইভি পজিটিভ বন্দি মাদকাসক্ত এবং তাঁরা একই সিরিঞ্জ ব্যবহার করে নিষিদ্ধ ওষুধ নিতেন। আর সেই কারণে সবাই আক্রান্ত হয়েছেন। আরও পড়ুন: Allahabad: ভগবান রাম ও কৃষ্ণের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানাতে আইন আনার প্রয়োজন আছে: এলাহাবাদ হাইকোর্ট

কেন্দ্রীয় কারাগার এবং বিশেষ কারাগার, উভয় কর্তৃপক্ষই সিভিল হাসপাতালের সুপারের দাবি নিশ্চিত করেছে।