Indians Got Death Penalty In Qatar: ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা কাতারে, কড়া প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে আটক আটজন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে সে দেশের আদালত। বিষয়টি জানতে পারার পরেই বৃহস্পতিবার দুপুরে টুইট করে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতীয় বিদেশ মন্ত্রক। এই বিষয়ে তারা কড়া নজর রাখছে বলেও জানিয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে (Qatar) আটক আটজন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের (Indians Got Death Penalty) সাজা শুনিয়েছে সে দেশের আদালত। বিষয়টি জানতে পারার পরেই বৃহস্পতিবার দুপুরে টুইট করে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতীয় বিদেশ মন্ত্রক (MEA)। এই বিষয়ে তারা কড়া নজর রাখছে বলেও জানিয়েছে।

এপ্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে টুইট করা হয়, কাতারে আটক আটজন ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পরে আমরা গভীরভাবে মর্মাহত (deeply shocked) এবং রায়ের বিস্তারিত তথ্যের (detailed judgement) জন্য অপেক্ষা করছি। আমরা ওই ভারতীয়দের পরিবার ও আইনি টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। সমস্ত আইনি পদক্ষেপ (legal options) নেওয়ার বিষয়ে চেষ্টা চলছে। এই মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি আমরা। সম্পূর্ণ পরিস্থিতির উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। আমরা সমস্ত রকমের কনসুলার (consular) অ্যাকসেস ও আইনি সাহায্য (legal assistance) দেওয়ার চেষ্টা করব। বিষয়টি নিয়ে কাতারের কর্তৃপক্ষের (Qatari authorities) সঙ্গে রায় নিয়ে কথাও বলব। আরও পড়ুন: Viksit Bharat Sankalp Yatra: বিরসা মুন্ডার জন্মদিনে 'বিকশিত ভারত সংকল্প যাত্রা'-র সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদি

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now