Madhya Pradesh Accident: সজোরে ধাক্কা মেরে গাড়ির উপর উলটে গেল লরি, মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২ শিশু-সহ সাত

বৃহস্পতিবার সকালে মর্মান্তিক একট পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন একটি গাড়িতে থাকা ২ শিশু-সহ মোট সাতজন। মর্মান্তি এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিদ্দি জেলার ডোল গ্রামের কাছে অবস্থিত সিদ্ধি-টিকরি রোডে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

সিদ্ধি: বৃহস্পতিবার সকালে মর্মান্তিক একট পথ দুর্ঘটনার (Horrific accident) কবলে পড়ে প্রাণ হারালেন একটি গাড়িতে থাকা ২ শিশু-সহ মোট সাতজন। মর্মান্তি এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিদ্দি জেলার (Sidhi district) ডোল গ্রামের (Dol village) কাছে অবস্থিত সিদ্ধি-টিকরি রোডে (Sidhi-Tikri road )।

একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে (uncontrollable truck hit the car) তারপর সেটির উপর উলটে যায় (overturned)। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হল গাড়িতে থাকা দুই শিশু-সহ সাত জনের। এই দুর্ঘটনার ফলে আরও দুজন গুরুতর ভাবে জখম হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু মানুষ একটি গাড়িতে করে কুন্ডাউর গ্রাম থেকে সির্সি গ্রামে আসছিলেন। তাঁরা যখন ডোল গ্রামের কাছে সিদ্দি-টিরকি রোডের একটি ধারে নিজেদের গাড়ি দাঁড়িয়ে রেখে ছিলেন। সেই সময় আচমকা দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই গাড়িতে ধাক্কা মারে। তারপর লরিটি সোজা গাড়িটির উপরে উলটে যায়।

বিষয়টি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেরাও উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে তাতে গতি আনে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, দুর্ঘটনাস্থলের ছবিটা এত ভয়াবহ ছিল না যে সেখানে থাকা মানুষরা আতঙ্কিত হয়েছে পড়েছিল। দুর্ঘটনা এমনভাবে ঘটেছিল যে গাড়ির মধ্যে যাত্রীদের বাইরে বেরিয়ে আসার কোনও সুযোগই ছিল। লরিটি উলটে পড়ার ফলে গাড়ির মধ্যে থাকা যাত্রীরা তার নিচে পুরো চেপ্টে যান। যা হোক করে গাড়ি থেকে স্থানীয় মানুষের সাহায্যে মৃতদেহগুলি বের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনাটি কী করে ঘটনা তার কারণ জানার চেষ্টা চলছে। আরও পড়ুন: Agni Prime Missile: নিউ জেনারেশন মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষা, দেখে হাড় হিম শত্রুদের



@endif