Uttarkashi Accident: উত্তরকাশীতে খাদে বাস পড়ে মৃত কমপক্ষে ৭, জখম ২৭

খাদে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে সাতজনের। জখম হয়েছেন আরও ২৭ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Photo Credits: PTI

খাদে (Gorge) বাস (bus) পড়ে মৃত্যু হল (death) কমপক্ষে সাতজনের। জখম হয়েছেন আরও ২৭ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে (Uttarkashi)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) সদস্যরা।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে উত্তরকাশীর চিফ ডেভেলপমেন্ট অফিসার ( গৌরব কুমার বলেন, "গঙ্গোত্রী (Gangotri) থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি আসছিল। উত্তরকাশীতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর ফলে সাত জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২৭ জন। এখনও উদ্ধার কাজ (Rescue operation) চলছে।"

দেখুন ভিডিয়ো:



@endif